পার্থর উদ্দেশে আদালতে ফের ‘চোর চোর’ স্লোগান, উঠল জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার দাবি

ফের পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশের সময় উঠল ‘চোর চোর’ স্লোগান। বৃহস্পতিবার আলিপুর আদালতের লক আপে ঢোকানোর সময় পার্থকে উদ্দেশ করে চোর চোর স্লোগান দিতে থাকেন একদল যুবক। এমনকী, পার্থকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন একজন।

বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষা ব্যবসায়ী তাপস মণ্ডল, SSC-র উপদেষ্টা কমিটির আহ্বায়ক এসপি সিনহা ও বহিষ্কৃত যুব তৃণমূলের সহ সভাপতি কুন্তল ঘোষকে আদালতে পেশ করে পুলিশ। পার্থকে কোর্ট লকআপের সামনে গাড়ি থেকে বার করতেই আদালত চত্বর মুখরিত হয়ে ওঠে ‘চোর চোর’ স্লোগানে। কেউ বলেন, ‘এটা বড় চোর’। 

কেন ‘চোর চোর’ স্লোগান দিলেন? প্রশ্নের মুখে আদালত চত্বরে হাজির এক যুবক বলেন, ‘চোরকে চোর বলব না? সাধারণ মানুষের টাকা চুরি করেছে এরা। নিজেদের সম্পত্তি বানিয়েছে সেই টাকা দিয়ে।’ আরেক যুবক বলেন, ‘গরিব মানুষ, কৃষকের টাকা থেকে টাকা লুঠ করেছে এরা। এদের জ্যান্ত জ্বালিয়ে দেওয়া উচিত।’ যুবকরা জানান, তাঁরা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের বাসিন্দা। 

এদিন কোর্ট লক আপে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাপস মণ্ডল বলেন, ‘ম্যাজিশিয়ান কুন্তল ঘোষ সব বলতে পারবেন।’ বৃহস্পতিবার আদালতে পার্থর জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা। গত দিন শুনানির সময় পার্থ চট্টোপাধ্যায় আদালতে কিছু বলতে চান বলে জানিয়ে ৫ মিনিট সময় চেয়েছিলেন। পরদিন তিনি সেই সময় পাবেন বলে আশ্বস্ত করেছিলেন বিচারক। এবার দেখার আজ আদালতে কী বলেন পার্থ।