মন্ত্রী হওয়া কি অপরাধ? আদালতে বলার সুযোগ পেয়ে বিচারককে প্রশ্ন পার্থর

মন্ত্রী হওয়া কি অপরাধ? আদালতে বলার সুযোগ পেয়ে বিচারককে প্রশ্ন করলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থর আবেদন মেনে নিয়ে বৃহস্পতিবার তাকে ৫ মিনিট বলার সুযোগ দেন আলিপুর আদালতের বিচারক। তখনই নিজেকে নিরপরাধ বলে দাবি করে একাধিক তত্ত্ব খাড়া করেন পার্থ।

এদিন পার্থবাবু দাবি করেন, ‘একদিন সত্য সামনে আসবেই। আমার মন্ত্রী হওয়াটা কি অপরাধ? আট মাস হয়ে গেল আমি জেলে রয়েছি। এখনো আমার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ সেব্যাপারে আমি অন্ধকারে। বিচারব্যবস্থার প্রতি আমার ভরসা রয়েছে’।

নিজেকে নির্দোষ বলে দাবি করে পার্থ বলেন, ‘আমি দীর্ঘদিন রাজনীতি করছি। আমি বিরোধী দলনেতা ছিলাম। আমার বিরুদ্ধে কখনও কেউ কোনও অভিযোগ করেননি। এমনকী আমার বিরুদ্ধে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি’। নিজের শিক্ষা ও পেশাদারি জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি কোথাও পালিয়ে যাব না। আমি ভালো পরিবারের ছেলে’।

পার্থর যুক্তি, ‘আমি মন্ত্রী। কোনও নিয়োগকর্তা নই। বোর্ড গোটা নিয়োগপ্রক্রিয়া পরিচালনা করেছে’।

তিনি বলেন, ‘আমি কেন্দ্রীয় সংস্থায় কাজ করতাম। ফলে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের ওপর কী চাপ রয়েছে সেটা বুঝতে পারি। জীবদ্দশায় রায় দেখে যেতে পারব কি না জানি না’।