ICC Ranking: তিনে নামলেন সিরাজ, টেস্টে ব্য়াটারদের তালিকায় দুইয়ে উঠে এলেন উইলিয়ামসন

<p style="text-align: justify;"><strong>দুবাই:</strong> আইসিসি ক্রমতালিকায় দু ধাপ নেমে গেলেন মহম্মদ সিরাজ। ওয়ান ডে ক্রিকেটে বোলারদের তালিকায় শীর্ষে ছিলেন সিরাজ। কিন্তু তিনি দু ধাপ নেমে এখন তিন নম্বরে রয়েছেন। তাঁকে টেক্কা দিয়ে বোলারদের ক্রমতালিকায় শীর্ষে উঠে এলেন জস হ্যাজেলউড। তাঁর ঝুলিতে এখন রয়েছে ৭১৩ রেটিং। দ্বিতীয় স্থানে থাকা ট্রেন্ট বোল্টের ঝুলিতে রয়েছে ৭০৮ রেটিং। আর সিরাজের ঝুলিতে এই মুহূর্তে রয়েছে ৭০২ রেটিং।&nbsp;</p>
<p style="text-align: justify;">ব্য়াটারদের তালিকায় বাবর আজম শীর্ষে রয়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৮৭৭ পয়েন্ট। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন। তাঁর ঝুলিতে ৭৭৭ রেটিং। তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে শাই হোপ ও মুশফিকুর রহিম।&nbsp;</p>
<p style="text-align: justify;">টেস্টে ব্যাটারদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন কেন উইলিয়ামসন। ৬ নম্বরে ছিলেন তিনি। কিন্তু চারধাপ এগিয়ে ২-এ উঠে এসেছেন কেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২১৫ রানের ঝকঝকে ইনিংস খেলেই ক্রমতালিকায় এগিয়ে এসেছেন তিনি। শীর্ষে রয়েছেন মার্নাস লাবুশেনই। কিন্তু রেটিংয়ের ব্যবধান অনেক কম।</p>
<p style="text-align: justify;"><strong>নাইট শিবিরে নতুন বিস্ময় স্পিনার</strong></p>
<p style="text-align: justify;">বুধবার সন্ধ্যের ইডেন গার্ডেন্স (Eden Gardens)। প্রথমবার ফ্লাডলাইটে মাঠে অনুশীলন সারল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। নেটে দুটি কারণে সকলের নজর চলে যাচ্ছিল ছিপছিপে এক তরুণের দিকে।</p>
<p>প্রথম কারণ, মাথায় সাদা ব্যান্ডানা পরে বল করছিলেন তরুণ। দ্বিতীয় কারণ, হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, বোলিং কোচ ভরত অরুণ, সহকারী বোলিং কোচ ওঙ্কার সালভি সকলে মিলে সবচেয়ে বেশি সময় খরচ করলেন তাঁর পিছনেই। এমনকী, বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের আগে নেট সেশন বন্ধ হয়ে গেলেও ফাঁকা উইকেটে স্টাম্প পুঁতে বোলিং করে গেলেন।</p>
<p>তিনি, সুয়াশ শর্মা (Suyash Sharma)। নাম শুনলে অনেকেই ভ্রু কোঁচকাতে পারেন। সুয়াশ শর্মা আবার কে? তিনি কী করেন?</p>
<p>কেকেআর (KKR) শিবির কিন্তু তাদের গোপন অস্ত্র হিসাবে তৈরি করছে সুয়াশকেই। যাতে প্রয়োজন পড়লে মাঠে নামিয়ে বাজিমাত করতে পারে। খোঁজ নিয়ে জানা গেল, সুয়াশের বিশেষ পরিচর্যা করতে তৎপর নাইট শিবির।</p>
<p>সুয়াশের বাড়ি দিল্লি। বয়স মাত্র ২০। তবে বোর্ড স্তরের কোনও টুর্নামেন্টে এখনও খেলেননি। তার পরেও প্রভাবিত হতে হয় তাঁর বোলিং দেখে।&nbsp;<a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a>&nbsp;শিবির থেকে বলা হচ্ছে, ক্লাব স্তরের ম্যাচে তিনি জোরের ওপর এমন লেগস্পিন করেন যে, ব্যাটাররা রীতিমতো নাকানিচোবানি খান। বলা হচ্ছে, তিনি বিস্ময় স্পিনার।</p>
<p>&nbsp;</p>