Rohit On Workload Management: | Rohit On Workload Management: সিদ্ধান্ত নেবে ফ্রাঞ্চাইজিগুলি, আইপিএলপূর্বে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট প্রসঙ্গে জানালেন রোহিত


চেন্নাই: সদ্যই ভারত-অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজ শেষ হয়েছে। সিরিজ শেষ হওয়ার পরপরই ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে এ বারের আইপিএল (IPL 2023) মরসুম। আইপিএল শেষের পরেও কিন্তু ভারতীয় (Team India) ক্রিকেটারদের বিশ্রামের জো নেই। আইপিএলের পরেই ৭ জুন থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এ বছরই আবার এশিয়া কাপ এবং ৫০ ওভারের বিশ্বকাপও আয়োজিত হবে। এত ঠাসা সূচির মাঝে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি নিয়ে চর্চা হওয়া খুবই স্বাভাবিক।

সম্প্রতি যশপ্রীত বুমরা দীর্ঘমেয়াদি চোটে মাঠের বাইরে রয়েছেন। শ্রেয়স আইয়ারকেও অস্ত্রোপ্রচার করাতে হবে বলে খবর। তিনি আইপিএলে খেলতে পারবেন না। প্রসিদ্ধ কৃষ্ণর অস্ত্রোপ্রচার হয়েছে, চোট সারাতে সম্প্রতি রবীন্দ্র জাডেজাকেও অস্ত্রোপ্রচার করাতে হয়েছিল। তাই বিশ্বকাপের বছরে ফিটনেস বজায় রাখতে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি চর্চায়। টিম ইন্ডিয়ার নিয়মিত সদস্যদের আইপিএলের সব ম্যাচ খেলা উচিত কি না, সেই নিয়ে উঠছে প্রশ্ন।

ফ্রাঞ্চাইজিদের পরামর্শ

ভারতীয় ম্যানেজমেন্টের তরফে কিছু সামগ্রিক পরামর্শ দিয়েছে বলে জানালেও, অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) কিন্তু গোটা বিষয়টি সম্পূর্ণভাবে ফ্রাঞ্চাইজিগুলির হাতেই ছেড়ে দিচ্ছেন। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে বলেন, ‘এই বিষয়টি পুরোপুরিভাবেই ফ্রাঞ্চাইজিদের ওপর নির্ভরশীল। ওরা এখন ফ্রাঞ্চাইজিদের অধীনে। যদিও আমাদের তরফে ফ্রাঞ্চাইজিগুলিকে হালকা কিছু পরামর্শ দেওয়া হয়েছে। তবে দিনের শেষে সিদ্ধান্তটা ফ্রাঞ্চাইজিগুলির। কী ভাবে নিজের শরীরের খেয়াল রাখতে হবে সেই বিযয়ে খেলোয়াড়দের ব্যক্তিগত সি

্ধান্তও গুরুত্বপূর্ণ।’

দায়িত্ব ক্রিকেটারদের

রোহিত আরও যোগ করেন, ‘ওরা (ক্রিকেটাররা) সবাই প্রাপ্তবয়স্ক। তাই ওদের নিজেদেরই নিজেদের শরীরের খেয়াল রাখতে হবে। কখনও যদি কারুর ক্লান্তি মনে হয়, তখন ওই ব্যক্তি নিজেই এই বিষয়ে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে এক, দুই ম্যাচে বিশ্রাম নিতে পারে। তবে এমনটা আদৌ হবে কি না, সেই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে।’

শীর্ষস্থান হারালেন সিরাজ

আইসিসি ক্রমতালিকায় দু ধাপ নেমে গেলেন মহম্মদ সিরাজ। ওয়ান ডে ক্রিকেটে বোলারদের তালিকায় শীর্ষে ছিলেন সিরাজ। কিন্তু তিনি দু ধাপ নেমে এখন তিন নম্বরে রয়েছেন। তাঁকে টেক্কা দিয়ে বোলারদের ক্রমতালিকায় শীর্ষে উঠে এলেন জস হ্যাজেলউড। তাঁর ঝুলিতে এখন রয়েছে ৭১৩ রেটিং। দ্বিতীয় স্থানে থাকা ট্রেন্ট বোল্টের ঝুলিতে রয়েছে ৭০৮ রেটিং। আর সিরাজের ঝুলিতে এই মুহূর্তে রয়েছে ৭০২ রেটিং। 

আরও পড়ুন: বীর-জারার লড়াইয়ের আগে চমক? প্রথম ম্যাচের আগেই শাকিব-লিটনকে পাওয়ার সম্ভাবনা