World TB Day: টিবির জীবাণু শরীরেই রয়েছে, অথচ টের পাচ্ছেন না! কী কারণে এমনটা হয় জানেন

প্রতি বছর ২৪ শে মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়। যক্ষ্মা বা টিউবারকিউলোসিস রোগটি নিয়ে বেশ কয়েকটি ভুল ধারণা প্রচলিত রয়েছে। এর মধ্যে বড়সড় ভুল ধারণা হল অনেকের মতে, যক্ষ্মা রোগের ব্যাকটেরিয়া শুধু ফুসফুসকে আক্রমণ করে‌। কিন্তু আদতে তেমনটি নয়। রোগটি গুরুতর হয়ে উঠলে অন্যান্য অঙ্গেরও ক্ষতি হতে পারে। ‌বিশেষজ্ঞদের কথায়, এক্সট্রাপালমোনারি টিউবারকিউলোসিস এই রোগের একটি বিশেষ দশা। এতে ফুসফুস ছাড়াও অন্যান্য অঙ্গ যেমন মস্তিষ্কের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, হাড় ও হাড়ের জয়েন্টে সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও চিকিৎসকরা বলেন, লসিকা গ্রন্থি, পেট, কিডনি, এমনকি মূত্রথলি ও রক্তেও এই রোগ ছড়িয়ে পড়তে পারে। একমাত্র চুল ও নখ বাদে মোটের ওপরে সমস্ত অঙ্গই ক্ষতিগ্রস্ত হতে পারে। 

আরও পড়ুন: এইচ৩এন২ ও কোভিডের জোড়া হামলা, কোন চিকিৎসা কাজে দেয় এ বিপদে? জানাচ্ছেন বিশেষজ্ঞ

আরও পড়ুন: চোখ ফুলে লাল? ব্যথা কমছেই না? এই ঘরোয়া টোটকাগুলি জানেন না বলেই হয়তো

মুম্বইয়ের গ্লোবাল হাসপাতালের ফুসফুস রোগ বিশেষজ্ঞ চিকিৎসক সমীর গার্দে হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘যক্ষ্মা বা টিউবারকিউলোসিস মূলত ফুসফুসকেই আক্রমণ করে। তবে মস্তিষ্ক, পেট, কিডনির মতো নানা অঙ্গই ক্ষতিগ্রস্ত হতে পারে। এই রোগের ব্যাকটেরিয়া আক্রান্ত ব্যক্তির হাঁচিকাশির মাধ্যমে ছড়ায়।’ এই দিন চিকিৎসক জানান, যক্ষ্মা রোগের তিনটি বড় ধরন রয়েছে। 

আরও পড়ুন: বেসরকারি হাসপাতালে বেলাগাম খরচ? মাঝরাতেই অভিযোগ জানান, রইল রাজ্যের নয়া হেল্পলাইন

আরও পড়ুন: খাওয়ার জল প্রায় শেষ! কলকাতার জলে বিষ, কী হতে চলেছে আগামী ২ বছরে

  1. সাধারণত আক্রান্ত রোগীর সংস্পর্শে এলে তার শরীর থেকে এই রোগের ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে। এরপরে ধীরে ধীরে ফুসফুস ও অন্যান্য অঙ্গে বাসা বাঁধে টিবি রোগ। সাধারণভাবে এই ধাপে সেভাবে কোনও লক্ষণ দেখা দেয় না রোগীর শরীরে।
  2. ল্যাটেন্ট টিউবারকিউলোসিস রোগের সংক্রমণেও কোনও উপসর্গ দেখা যায় না। এই ক্ষেত্রে রোগের প্রকৃতি কেমন হয়? চিকিৎসকের কথায়, এই রোগে ত্বক বা রক্ত পরীক্ষা করলে টিবি ব্যাকটেরিয়া পাওয়া যেতে পারে। কিন্তু আদতে বুকের এক্স রে করলে কোনও রোগের হদিশই মিলবে না। আসলে এই সংক্রমণে ব্যাকটেরিয়াকে দাবিয়ে রাখে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা। 
  3. ক্লিনিক্যাল টিউবারকিউলোসিসে রোগের উপসর্গ দেখা যায়। সংক্রমণের পর ত্বক বা রক্তের পরীক্ষা করালে ফলাফল ইতিবাচক বা নেতিবাচক দুইই আসতে পারে। তবে বুকের এক্স রে করলে পরীক্ষার ফল ইতিবাচক হবে। অর্থা টিবি রোগ ধরা পড়বে। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup