Hepatitis b and c infection: হেপাটাইটিস সংক্রমণ ঠেকাতে নয়া ভাবনা রাজ্যের স্বাস্থ্য দফতরের, কী করা হবে

হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি হলে পরবর্তীকালে লিভার ক্যানসারের আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। এই দুটি রোগই সম্প্রতি বেড়ে চলেছে রাজ্যে। দিন দিন এই দুই ভাইরাসের সংক্রমণ বেড়ে চলায় এবার নড়়েচড়ে বসল প্রশাসন। সম্প্রতি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের তরফে একটি বিশেষ ব্যবস্থা চালু করা হয়। নয়া ব্যবস্থায় এই দুই ভাইরাসে আক্রান্ত কেউ পরীক্ষা করাতে এলে তাদের তথ্য পাঠাতে হবে স্বাস্থ্য দফতরকে। রাজ্যজুড়ে সবকটি স্বাস্থ্যকেন্দ্র ও নমুনা পরীক্ষাকেন্দ্রের জন্য এই নিয়ম চালু করা হয়েছে। গোড়াতেই এই রোগ ধরা পড়লে সঠিক চিকিৎসার মাধ্যমে সংক্রমণ কমানো যেতে পারে বলেই আশা স্বাস্থ্য দফতরের।

আরও পড়ুন: পাকিস্তানে পানীয় জল ‘সুরক্ষিত’ নয় একদম, জল দিবসের পরেই কেন এ কথা রাষ্ট্রসংঘের

আরও পড়ুন: ২০২৫-এর পর দেশে আর টিবি রোগী থাকবে না! সুস্থ ভবিষ্যতের আশ্বাস প্রধানমন্ত্রীর

স্বাস্থ্য আধিকারিকদের কথায়, বাংলায় হেপাটাইটিস রোগে আক্রান্তের সংখ্যা ১.৩ শতাংশ যেখানে সারা দেশে আক্রান্তের সংখ্যা মাত্র ১ শতাংশ। অন্যদিকে হেপাটাইটিস সি রোগে আক্রান্তের সংখ্যা ০.৩ শতাংশ। ভারতে এই রোগে আক্রান্তের সংখ্যা ০.৭ শতাংশ। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কথায়, এই পরিসংখ্যান আদতে হিমশৈলের চুড়ো। গোড়াতে এই রোগের কোনও উপসর্গ থাকে না। তাই অনেক রোগীর ক্ষেত্রেই ধরা পড়ে না রোগটি। এতেই সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: টিবির জীবাণু শরীরেই রয়েছে, অথচ টের পাচ্ছেন না! কী কারণে এমনটা হয় জানেন

আরও পড়ুন: এইচ৩এন২ ও কোভিডের জোড়া হামলা, কোন চিকিৎসা কাজে দেয় এ বিপদে? জানাচ্ছেন বিশেষজ্ঞ

এক প্রবীণ স্বাস্থ্য আধিকারিক সংবাদমাধ্যমকে বলেন, হেপাটাইটিস বি ও সি রোগ দুটি বেশিরভাগ সময়েই ক্রনিক হলে বা গেঁড়ে বসলে তবে ধরা পড়ে। ফলে বর্তমান পরিসংখ্যানের থেকেও বেশি হতে পারে আক্রান্তের সংখ্যা। রোগটি কতটা ছড়িয়েছে, তা বোঝার জন্য ইতিমধ্যে কলকাতা ও মালদা থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। এই নমুনা বিশ্লেষণ করলে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মত ওই স্বাস্থ্য আধিকারিকের। প্রসঙ্গত ইদানিং এই দুই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে সদ্যজাতদের টিকা দিতে শুরু করেছে রাজ্য সরকার। জন্মের ২৪ ঘণ্টার মধ্যেই এই টিকা দেওয়া হয় সদ্যজাতদের।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup