IPL 2023: Ben Stokes Starts Preparation In CSK Training Hits Massive Sixes Watch Video


চেন্নাই: আইপিএলের (IPL 2023) প্রথম ম্যাচেই গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের মুখোমুখি হতে চলেছে চার বারের আইপিএল খেতাবজয়ী চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। গত মরসুমটা কিন্তু সিএসকের জন্য একেবারেই ভাল কাটেনি। মাত্র চার ম্যাচ জিতে লিগ তালিকায় নয় নম্বরে শেষ করেছিল হলুদ ব্রিগেড। নতুন মরসুমে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন দল নতুন উদ্যমে মাঠে নামতে চলেছে।

স্টোকস ঝড়

আসন্ন মরসুমে সিএসকের সাফল্য অনেকটাই দলের তারকা অলরাউন্ডারদের পারফরম্যান্সের ওপর নির্ভরশীল। রবীন্দ্র জাডেজা, মঈন আলি তো ছিলেনই, পাশাপাশি এবার ইংল্যান্ড তারকা বেন স্টোকসকেও (Ben Stokes) ১৬.৫ কোটি টাকার বিরাট মূল্যে দলে নিয়েছে সিএসকে। স্টোকসের চওড়া ব্যাটেই মিডল অর্ডার সমস্যা দূর করার আশায় সিএসকে। গতকালই তিনি ও মঈন আলি চেন্নাইয়ের মাটিতে পা রেখেছেন। দলে যোগদান করার পরেই সন্ধেবেলা অনুশীলনে নেমে পড়লেন ইংল্য়ান্ডের ট

স্ট দলের অধিনায়ক।

 

বেন স্টোকস ব্যাট হাতে বরাবরই লম্বা লম্বা ছয় হাঁকানোর জন্য পরিচিত। সিএসকে অনুশীলনেও তাঁকে চেনা ছন্দে দেখা গেল। থ্রো-ডাউন থেকে সিএসকের নেট বোলার, কেউই স্টোকসের দাপট থেকে রেহাই পেলেন না। এখনও পর্যন্ত আইপিএলের ৪৩ ম্যাচে ১৩৪.৫০ গড়ে রান করেছেন স্টোকস। তাঁর ফর্ম কিন্তু সিএসকের বড় ভরসার কারণ হতে পারে। পাশাপাশি বল হাতে স্টোকস কেমন করেন, সেইদিকেও সিএসকে ম্যানেজমেন্ট ও সমর্থকদের নজর থাকবে।

জেমিসনের বদলি

আইপিএলের আগেই কাইল জেমিসনের (Kyle Jemison) ছিটকে যাওয়াটা কিছুটা ধাক্কা দিয়েছিল চেন্নাই সুপার কিংসকে। কিন্তু টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে কিউয়ি অলরাউন্ডারের পরিবর্ত খুঁজে নিল সিএসকে। দক্ষিণ আফ্রিকার বোলার সিসান্দা মাগালাকে (Sisanda Magala) বেছে নিল তিনবারের টুর্নামেন্ট জয়ীরা। 

নিউজিল্য়ান্ডের অলরাউন্ডার কাইল জেমিসনকে ১ কোটি টাকার বিনিময়ে সিএসকে দলে নিয়েছিল। গত মাসে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার সময়ে পায়ে চোট পেয়েছিলেন। যার জন্য বেশ কয়েক মাস ক্রিকেট থেকে দূরে থাকবেন জেমিসন। যার জন্য এবার মাগালাকে দলে নিল সিএসকে। ৩২ বছরের এই তারকা পেসারকে তাঁর বেস প্রাইস ৫০ লক্ষ টাকায় দলে নিল সিএসকে। 

আরও পড়ুন: আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন রশ্মিকা-তামান্না?