PM Modis security breached: ফের একবার প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তায় ফাঁক! কর্ণাটকে বিজেপির ব়্যালি ঘিরে চাঞ্চল্য

আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। এবার ঘটনাস্থল কর্ণাটকের দেবনাগিরিতে। শনিবার সেখানে একটি প্রচারের ব়্যালিতে অংশ নেন মোদী। সেখানেই প্রধানমন্ত্রীর দিকে আসতে দেখা যায় এক ব্যক্তিকে। তবে সঠিক সময়ে ওই ব্যক্তিকে পুলিশ আটকে দেয়। পরে পুলিশ তাকে আটকও করেছে। এর আগে কর্ণাটকে হুব্বলিতে এক ব্যক্তি প্রধানমন্ত্রীর খুব কাছে চলে আসেন।

ঘটনা নিয়ে একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, প্রচার সভার দিকে হুড খোলা গাড়িতে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। আর তাঁর সঙ্গে ছিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। এদিকে, রাস্তার  ধারে তখন জনতার ভিড়কে একটি নির্দিষ্ট স্থানে আটকে রাখে পুলিশ। এরই মধ্যে এক ব্যক্তি মোদীর প্রচার গাড়ির সামনে আসতে উদ্যত হন। তখনই তাঁকে ধরে ফেলেন পুলিশ কর্মীরা। নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীরা তাঁকে আটক করে নেন। প্রসঙ্গত, এর আগে কর্ণাটকের হুবলিতে এমন ছবি দেখা গিয়েছে এক ব্যক্তিকে ঘিরে। উল্লেখ্য, এযাবৎকালে নরেন্দ্র মোদীর নিরাপত্তায় সবচেয়ে বড় ফাঁক দেখা গিয়েছে পঞ্জাবে। সেখানে গত বছরের ৫ জানুয়ারি পঞ্জাবের এক উড়ালপুলে মোদীর নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়ে। ১৫ থেকে ২০ মিনিট মোদীর কনভয় সেখানে দাঁড়িয়েছিল এক জমায়েতের জেরে। যা নিয়ে প্রশ্ন ওঠে। পঞ্জাব সরকারের কাছে যায় স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি। ( ‘সাংবাদিক হওয়ার ভান করবেন না… কি, হাওয়া বেরিয়ে গেল?’ মেজাজ হারালেন রাহুল!)

এদিকে, ২০২৩ সালে ভোটমুখী কর্ণাটকে নরেন্দ্র মোদীর সভায় এমন নিরাপত্তায় গলদের ঘটনা ঘিরে ফের একবার প্রশ্ন উঠছে। প্রসঙ্গত, বিজেপি শাসিত কর্ণাটকে হুবলি ও দেবনাগিরিতে এমন ঘটনা পর পর হওয়ার ফলে মোদীর নিরাপত্তা নিয়ে বেশ খানিকটা প্রশ্ন উঠতে শুরু করেছে। জানুয়ারি মাসে হুবলির ঘটনার পর মার্চের শেষের দিকে দেবনাগিরির ঘটনায় কর্ণাটক পুলিশ ও রাজ্যের নিরাপত্তা এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠতে শুরু করল।