UK women unable to pee of 14 months: বোতল বোতল জল খেলেও ১৪ মাস প্রস্রাব হত না! কী এই রোগ? কারা আক্রান্ত হতে পারেন

সুন্দর ভোর। ঘুম থেকে উঠেই মনটা বেশ ভালো হয়ে গিয়েছিল এলির। কিন্তু টয়লেটে গিয়ে হঠাৎ এক বিপত্তির মধ্যে পড়ে সে। কোনমতেই প্রস্রাব হচ্ছিল না বছর তিরিশের এই তরুণীর। একদিন দুদিন নয়, টানা এক বছরেরও বেশি সময় ধরে চলে এই সমস্যা। নিউ ইয়র্ক পোস্টের একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ৩০ বছর বয়সী এলি অ্যাডাম ২০২০ সালের অক্টোবর মাসে হঠাৎই দেখেন তাঁর প্রস্রাব হচ্ছে না। বোতল বোতল জল খেলেও কিছুতে টয়লেটে গিয়ে মূত্রত্যাগ করতে পারছিলেন না ওই তরুণী।

আরও পড়ুন: বর বউয়েরও রয়েছে নানা রকমফের, আপনি কোন দলে জানেন কি

আরও পড়ুন: ‘সেক্স না করে আর থাকতে পারছি না, বিরক্ত লাগছে’, জেলারের কাছে আবদার পর্ন তারকার

এলির নিজের কথায়, ‘আমি একেবারে সুস্থ ছিলাম। কোনও সমস্যাই ছিল না। হঠাৎ করেই একদিন ঘুম থেকে উঠে দেখি আমি প্রস্রাব করতে পারছি না। এই নিয়ে খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম।’ এরপর লন্ডনের সেই তরুণী সেন্ট থমাস হাসপাতালে যান। সেখানে গিয়ে উপসর্গ জানাতেই তাঁকে পরীক্ষা করা হয়। দেখা যায়, তার মূত্রথলিতে  এক লিটার প্রস্রাব জমে আছে। সাধারণত মহিলাদের মূত্রথলিতে সবার্ধিক ৫০০ ও ছেলেদের মূত্রথলিতে সবার্ধিক ৭০০ মিলিলিটার মূত্র জমতে পারে। এমনটা দেখার পরেই ক্যাথিটারের সাহায্যে ওই জমে থাকা মূত্র বার করা হয়। তবে পরিস্থিতি এতে স্বাভাবিক হয়নি। চিকিৎসক বলেছিলেন, কিছু নির্দিষ্ট ব্যায়াম করলেই সব ঠিক হয়ে যাবে। আদতে তা হয়নি। চিকিৎসকের কাছ থেকে শিখে নিয়ে নিজে নিজেই ক্যাথিটারের মাধ্যমে মূত্র ত্যাগ করতেন এলি। 

আরও পড়ুন: ইনডাকশনে রান্না চেটেপুটে খাবেন, শুধু মনে রাখুন কয়েকটি টিপস

আরও পড়ুন: পায়ের দুর্গন্ধের সেরা দাওয়াই বেছে নিন, সব ভোগান্তি শেষ এবার

পরে অবশ্য অনেক পরীক্ষানিরীক্ষা করে জানা যায়, তাঁর ফাউলার সিনড্রোম নামে একটি জটিল রোগ হয়েছে। এই রোগে মূত্র ত্যাগ করতে পারেন না আক্রান্ত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই রোগ শুধুমাত্র কমবয়সি মেয়েদেরই হয়। কিন্তু কেন এমনটা হয়, তা জানা নেই এখনও। অনেক সময় এই রোগে সারা জীবন ক্যাথিটার ব্যবহার করে যেতে হয়। তবে এলি এখন সুস্থ। স্যাক্রাল নার্ভ স্টিমুলেশন নামক একটি জটিল চিকিৎসা করার পরেই মূত্রত্যাগের ক্ষমতা ফিরে আসে তাঁর। সুস্থ হওয়ার নিজের সমস্ত অভিজ্ঞতার কথা ইনস্টাগ্রামে জানান এলি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup