Crocodile in village: গ্রামের পুকুর থেকে কুমির উদ্ধার, এলাকায় ব্যাপক আতঙ্ক

আবারও দক্ষিণ ২৪ পরগনার লোকালয়ে একটি পুকুরে ঢুকে পড়ল কুমির। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার দিগম্বরপুরের পঞ্চমেরবাজার এলাকার একটি পুকুরে কুমিরটি দেখা যায়। ওই গ্রামের পুকুরে কুমিরটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে সেখানে পৌঁছয় বনকর্মীরা। অনেক চেষ্টার পর তারা কুমিরটিকে ধরতে সক্ষম হন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পুকুরটি বাসুদেবঘড়া নামের স্থানীয় এক বাসিন্দার। এক মহিলা গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়ে দেখেন পুকুরের পাড়ে একটি কুমির শুয়ে রয়েছে। তা দেখতে পেয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা। দৌড়ে তিনি গ্রামে ছুটে গিয়ে বিষয়টি জানান। বিষয়টি জানাজানি হতেই গ্রামবাসীরা বনদফতর এবং স্থানীয় থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন বনকর্মী এবং স্থানীয় থানার পুলিশ। এদিকে, কুমির দেখতে পুকুর পাড়ে ভিড় করেন গ্রামের বহু মানুষ। শেষে রামগঙ্গা রেঞ্জের বনকর্মীরা জাল দিয়ে কুমিরটিকে বন্দি করেন। কুমিরটি সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয়দের বক্তব্য, এলাকা থেকে কিছুটা দূরে রয়েছে নদী। সেই নদীর সঙ্গে গ্রামের একটি খালের সংযোগ রয়েছে। তা থেকেই কোনওভাবে কুমিরটি গ্রামের পুকুরে ঢুকে পড়েছিল বলে মনে করছেন গ্রামবাসীরা। যদিও স্থানীয়রা জানাচ্ছেন, ওই পুকুরটি সাধারণত ব্যবহার করা হয় না। সেখানে মানুষজনের যাতায়াত কম। ফলে সেই ধরনের কোনও বিপদ ঘটেনি।

প্রসঙ্গত, এর আগে দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু গ্রামে কুমির ঢুকে পড়েছিল। গত মাসে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমাতে কুমির ঢুকে পড়েছিল। সুন্দরবনের গভীর জঙ্গলের পাশ দিয়ে বয়ে চলা নদী থেকে বিশালাকার কুমিরটি চলে এসেছিল পাথরপ্রতিমার একটি পুকুরে। এছাড়াও গত অক্টোবরে দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘিতে একটি বাড়ির পুকুরে কুমির ঢুকে পড়েছিল। পুকুরে কুমিরটিকে দেখতে পেয়ে ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। খবর দেওয়া হয় বনদফতরে। পরে বনকর্মীরা এসে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায়। এছাড়াও, মালদায় মহানন্দা নদীতে একটি বিশালাকার কুমির ধরা পড়েছিল। ১৫ দিন চেষ্টার পর মালদার হবিপুর ব্লকের থেকে ১৫ ফুট লম্বা এবং ২০০ কেজি ওজনের কুমিরটি উদ্ধার হয়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup