Indian Journalist Attacked by Khalistanis: মার্কিন মুলুকে খালিস্তানিদের হাতে নিগৃহীত ভারতীয় সাংবাদিক, ভাইরাল ভিডিয়ো

মার্কিন মুলুকে খালিস্তানপন্থী বিক্ষোভকারীদের হাতে নিগৃহীত ভারতীয় সাংবাদিক। জানা গিয়েছে, নিগৃহীত সাংবাদিকের নাম ললিত কুমার ঝা। তিনি সংবাদসংস্থা পিটিআই-এর মার্কিন করেসপন্ড্যান্ট। এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সাংবাদিক ললিত ঝা নিজে এই হামলার একটি ভিডিয়ো পোস্ট করেন। ভিডিয়ো পোস্ট করার পর তিনি মার্কিন সিক্রেট সার্ভিসকে ধন্যবাদ জানান ক্যাপশনে। বার্তায় ললিত ঝা লেখেন, ‘আজ আমাকে রক্ষা করার জন্য এবং আমার কাজ করতে দেওয়ার জন্য সিক্রেট সার্ভিসকে ধন্যবাদ। সিক্রেট সার্ভিস না হলে হয়ত আজ আমি হাসপাতাল থেকে এই রিপোর্টটা লিখতাম। ভিডিয়োর এই ব্যক্তি আমাকে লাঠি দিয়ে কানের নীচে দু’বার প্রহার করেন। এরপর আমি ৯১১ (মার্কিন মুলুকে জরুরি পরিষেবা) কল করি। পুলিশ আসে এবং আমাকে নিরাপদ স্থানে নিয়ে যায়।’ (আরও পড়ুন: ৪৪ দিন পর বড় সিদ্ধান্ত ডিএ অনশনকারীদের, ঘুরে গেল আন্দোলনের মোড়)

এদিকে ললিত কুমার ঝায়ের পোস্ট করা ভিডিয়োতে দেখা গিয়েছে, এক বিক্ষোভকারী নিজের ছবি তোলার বিষয়ে আপত্তি জানান। সেই খালিস্তানপন্থী বিক্ষোভকারী সাংবাদিককে বলেন, ‘তুমি ভারত সরকারকে গিয়ে রিপোর্ট করো।’ সেই সময় অপর এক বিক্ষোভকারীকে বলতে শোনা যায়, ‘ওকে বলো যে তার দেশে একটা ফ্যাশিস্ট সরকার রয়েছে। *****… ভিডিয়ো তুলতে থাকো।’ সেই নিগৃহীত সাংবাদিক পরে সংবাদসংস্থা এএনআই-কে বলেন, ‘অমৃতপাল সিংয়ের সমর্থনে বিক্ষোভকারীরা দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং ভারতীয় রাষ্ট্রদূত তারাঞ্জিত সিং সান্ধুকে হুমকি দেয়। তারা প্রকাশ্যে দূতাবাস ভাঙচুরের হুমকি দেয়।’ এদিকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কি আইন প্রণেতা রো খান্না। তিনি এই হামলাকে ‘সাংবাদিকতার ওপর হামলা’ আখ্যা দিয়ে ললিত ঝায়ের ভিডিয়ো রিটুইট করেন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফেও বিবৃতি প্রকাশ করে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। (আরও পড়ুন: ‘ডিএ আন্দোলনে যোগ দেওয়ায় সরকারি কর্মীদের বদলির নির্দেশ নবান্নর’, উঠল অভিযোগ)

প্রসঙ্গত, এর আগে খালিস্তানপন্থী শিখ সংগঠনের সদস্যরা সানফ্রান্সিসকোয় ভারতীয় কনসুলেটের সামনে তাণ্ডব চালিয়েছিল। সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিল মার্কিন প্রশাসন। এদিকে ভারতে খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে এখনও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। এর প্রতিবাদে ব্রিটেনে ভারতীয় দূতাবাসে হামলা চালিয়েছে খালিস্তানপন্থী বিক্ষোভকারীরা। লন্ডনে ভারতীয় হাই কমিশনের বাইরেও তাণ্ডব চালিয়ে জাতীয় পতাকা পর্যন্ত নামিয়ে দেওয়া হয়। কানাডা ও আমেকরিকাতেও খালিস্থানিপন্থীরা ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখায়।