Maximum GST cess rate: পান মশলায় সর্বোচ্চ জিএসটি রেট বেঁধে দিল সরকার

গুটখা পান মশলার উপর বিশেষ কর বসানোর সম্ভাবনার কথা আগেই শোনা গিয়েছিল। এবার সেটাই যেন বাস্তবায়িত হল।

সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার পান মশলা, গুটখা, সিগারেট ও তামাকজাত দ্রব্য়ের উপর সর্বোচ্চ জিএসটি লাগুর সীমা নির্ধারন করছে। অর্থবিল ২০২৩ এর অ্য়ামেন্ডমেন্ট অনুসারে এই জিএসটি সেস লাগু করা হচ্ছে। শুক্রবার লোকসভায় এটি পাস করা হয়েছে।

এই অ্যামেন্ডমেন্ট অনুসারে GST Compensation Cess rate পান মশলার ক্ষেত্রে হচ্ছে ৫১ শতাংশ।

এদিকে পান মশলা ও গুটখার ক্ষেত্রে কর ফাঁকি দেওয়ার প্রবণতা মারাত্মক হারে হচ্ছিল বলে এর আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নিয়োজিত প্য়ানেল মতামত দিয়েছিল। গত ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের নেতৃত্বে এই কমিটি তৈরি হয়েছিল।

তবে কর বিশেষজ্ঞদের মতে,এই পরিবর্তনের ক্ষেত্রে জিএসটি কাউন্সিলকে এবার নোটিফিকেশন ইস্যু করতে হবে।

এনিয়ে AMRG & Associates এর সিনিয়র পার্টনার রজত মোহন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পান মশলা ও গুটখার উপর কর আরোপের ক্ষেত্রে এই পলিসি একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনছে। এই নয়া পলিসির মাধ্যমে গুটখা ও পান মশলায় কর ফাঁকি দেওয়ার প্রবণতা অনেকাংশে আটকানো সম্ভব হবে। অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির দিক থেকেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

নয়া সংশোধনী অনুসারে দেখা যাচ্ছে সর্বোচ্চ জিএসটি কমপেনশেন সেস রেট পান মশলার ক্ষেত্রে হচ্ছে ৫১ শতাংশ প্রতি ইউনিটের রিটেল বিক্রয় মূল্য়ের উপর। বর্তমানে সেই সেস চার্জ রয়েছে সমমূল্যের ১৩৫ শতাংশ।

জিএসটি কাউন্সিল এর আগেই কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে সুপারিশ করেছিল গুটখা, পান মশলার উপর বিশেষ কর বসাতে পারে সরকার। সরকারের তরফে সবুজ সংকেত মিললেই ৩৮ শতাংশ কর বসানোর সম্ভাবনা ছিল। কথা ছিল এটি অনুমোদন হলে গুটখা ও পান মশলা বিক্রি করে সরকার আরও বেশি করে রাজস্ব পাবে।

সূত্রের খবর, ছোট ও খুচরো ব্যবসায়ীরা অনেক সময় জিএসটি রেজিস্ট্রেশনের আওতায় আসেন না। সেকারণে এই জাতীয় জিনিস সরবরাহের জেরে কর ফাঁকি বাড়ছে। সেক্ষেত্রে এই জাতীয় সামগ্রীর উপর বিশেষ কর আরোপ করা হলে স্বাভাবিকভাবেই এর বিক্রয়মূল্য বেড়ে যাবে।