WB BJP: সময় দিয়েছেন প্রধানমন্ত্রী, বাংলার পরিস্থিতি জানাতে দিল্লি যাবেন BJP সাংসদরা

দিল্লি থেকে ‘সাংসদ রত্ন’ পুরস্কার নিয়ে কলকাতা ফিরলেন বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ফিরেই জানালেন, রাজ্যের অবস্থা প্রধানমন্ত্রীর কাছে সরাসরি তুলে ধরতে চান সাংসদরা। তাঁরা আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। সেই আবেদন মেনে দেখা করার সময় দিয়েছেন প্রধানমন্ত্রী।

রাজ্যে একাধিক দুর্নীতি নিয়ে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু তদন্তের গতি-প্রকৃতি নিয়ে নানা অভিষোগ রয়েছে। এই বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে সরাসরি তুলে ধরতে চান তাঁরা। এছাড়া আবাস যোজনা ও ১০০ দিনের কাজ নিয়ে যে অভিযোগ রয়েছে তাও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে চান সাংসদরা। সুকান্ত মজুমদার বলেন, ‘প্রধানমন্ত্রী ২৮ মার্চ দেখা করার জন্য সময় দিয়েছেন। তিনি যদি বিশেষ কাজে ব্যস্ত হয়ে না যান তবে আমরা ওঁর সঙ্গে দেখা করব।’

(পড়তে পারেন। বিরোধী থাকতে TMC-র অভিযোগ কই? এখন কি ‘নববোধদয়’? প্রশ্ন বিমানের)

সামনেই পঞ্চায়েত নির্বাচন। তারপর বছর পেরোলে লোকসভা। তাই ২৮ তারিখ অর্থাৎ মঙ্গলবারের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। দলের অন্তর্দ্বন্দ্ব কাটিয়ে কী ভাবে নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে তার ‘মার্গদর্শন’ করতে পারেন প্রধানমন্ত্রী।

বিজেপির রাজ্য সভাপতির কথায়, ‘আমরা সবাই নরেন্দ্র মোদীর প্রদর্শিত পথে যাই। মোদীজি আমাদের শিখিয়েছেন জীবনে যে কাজটা করবেন মন দিয়ে করতে। আমরা সেটাই চেষ্টা করি, সাংসদ হিসাবে আমার এলাকার লোক যখন আমাকে দায়িত্ব দিয়েছিল তখন আমি শুধু সাংসদের দায়িত্ব পালন করছিলাম।’