অস্ত্র দিয়েছেন সমীর পুততুণ্ড, চাকরি ইস্যুতে সুজনকে তির ছুঁড়লেন কুণাল

চাকরি চুরির অভিযোগ নিয়ে নাস্তানাবুদ তৃণমূল। তবে এবার তিরের নিশানা ঘুরিয়ে দিয়েছেন তাঁরা। বাম জমানায় চাকরির অনিয়ম নিয়ে এবার সরব তৃণমূল নেতৃত্ব। তার মধ্যে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তীর চাকরি ক্ষেত্রে অনিয়ম নিয়ে মুখ খুলেছিলেন প্রাক্তন বাম নেতা সমীর পুততুণ্ড। আর সমীর পুততুণ্ডর সেই কথাকেই হাতিয়ার করে এবার ময়দানে নেমে পড়লেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

তাঁর দাবি, আপনারা যখন কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ছেন আর আপানদের নামেও অভিযোগ আসছে। তাই শ্বেতপত্র প্রকাশ করুন। হোলটাইমারদের কারণে কারা চাকরি পেয়েছে তাদের তালিকা সামনে আনুন।

এদিকে সমীর পুততুণ্ড সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, মিলি দেবীর চাকরির সুপারিশ আমিই করেছিলাম। সেই সময় একজন হোলটাইমার ও একজন চাকরি করলে সুবিধাই হত। পলিসি মেনেই এটা করেছিলাম।

আর এই কথার জেরে একেবারে হাতেগরম অস্ত্র উঠে এসেছে তৃণমূলের হাতে। কুণাল বলেন, আপনাদের ঘরের কথা আপনার প্রাক্তন সহযোদ্ধা যখন আন্তরিকতার সঙ্গে বলছেন তখন এর জবাব আপনাকে দিতে হবে। সমীর পুততুণ্ড তো বলছেন সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি নিয়ম মাফিক হয়নি। পার্টি ঠিক করেছিল তাই চাকরি হয়েছিল। তিনিই তো বলছেন দলের একজন হোলটাইমার কমরেডের সংসারে স্বাচ্ছন্দ্য আনতে এই চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল। আমাদের কথা ছেড়ে দিন। আমাদের না হয় রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে দেখতেই পারেন।…. মনে রাখতে হবে সমীরবাবুর স্ত্রী অনুরাধা পুততুণ্ডকে চাকরির অফার দেওয়া হয়েছিল পার্টির তরফে। কিন্তু তিনি সেটা নেননি।

বাম জমানায় স্বজনপোষণের একের পর এক অভিযোগ ক্রমশ সামনে আসছে। অনেকেই বলছেন, সিপিএম করলে চাকরি মিলবে এটা তো বাম জমানায় প্রায়ই শোনা যেত। সেক্ষেত্রে তৃণমূল ক্ষমতায় আসার পরে এতদিন কেন তার তদন্ত করেনি? কিন্তু তার সঙ্গেই দেখা যাচ্ছে বাম জমানায় টাকা দিয়ে চাকরি পেয়েছেন তেমন কোনও ঘটনা এখনও সামনে আনতে পারেনি তৃণমূল। এনিয়ে সোশ্য়াল মিডিয়ায় ইতিমধ্যে তৃণমূলের তরফে আবেদন জানানো হয়েছে বাম জমানার এই অনিয়ম সম্পর্কে তাদের জানাতে। কিন্তু প্রশ্ন উঠছে তবে কি নিজেদের কেলেঙ্কারির অভিমুখ ঘোরাতেই কৌশল প্রয়োগ করল তৃণমূল? আর তাতেই এখন ঘর সামলাতে ব্যস্ত বামেরা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup