Biman Basu: বিরোধী থাকতে TMC-র অভিযোগ কই? এখন কি ‘নববোধদয়’? প্রশ্ন বিমানের

নিয়োগ দুর্নীতি নিয়ে বামেদের দিকে আঙুল তুলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। ‘চিরকুটে’ বাম জামানায় চাকরি হতো এমন অভিযোগ তুলে সেই চিরকুট প্রাকশ্যে আনার দাবি করেছে। এই অভিযোগের বিরুদ্ধে একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে জবাব দিলেন বাম চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেন ,’অভিযোগ থাকলে মামলা করুন। ইডি, সিবিআই আনুন। প্রস্তুত আছি।’

টিভি৯ বাংলার সেই সাক্ষাৎকারে, শাসকদলের কাছেই বিমান বসুর প্রশ্ন, বাম আমলে যদি নিয়োগে দুর্নীতি হয়ে থাকে তবে সেই সময় বিরোধীদল ছিল তৃণমূল। তারা তখন কেন অভিযোগ করল না?

(পড়তে পারেন। ‘সুযোগ পেলে পার্টির ছেলেদের এখনও চাকরি দিই’, মদন, সাবিনার পর এবার উদয়ন)

বাম চেয়ারম্যান বলেন, ‘তখন বাম আমলে এত টেলিভিশন ছিল না। কিন্তু প্রিন্ট মিডিয়া ছিল। তৃণমূল তার জন্মের পর বাম আমলে দুর্নীতি হয়েছিল এমন অভিযোগ কোনও দিন করেনি। প্রিন্ট মিডিয়া খুঁজলেও মিলবে না। এটা আসলে নববোধদয়।’

কেন নববোধদয় বলছেন বিমান বসু? তার জবাব দিতে গিয়ে টেনে এনেছেন আরএসএসকে। তিনি বলেন, ‘এটা তৃণমূলের নববোধদয়। আরএসএস পরামর্শে নববোধদয়ের জন্ম হয়েছে।’ তিনি আরও বলেন, দুর্নীতির পাঁকে নিমজ্জিত হয়ে তৃণমূল এখন বামেদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে।