Flight: বিমান ওড়ার ঠিক আগেই দরজা খুলে ফেললেন যাত্রী, নাটকীয় ঘটনা বিমানবন্দরে

ওয়াই শর্মা

টেক অফের আগেই বিমানের এমার্জেন্সি গেট খুলে ফেলার চেষ্টার অভিযোগ এক যাত্রীর বিরুদ্ধে। সেই ঘটনায় লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে আটক করা হয়েছে। একেবারে নাটকীয় ঘটনা। 

সূত্রের খবর, লস এঞ্জেলেস থেকে সিয়াটেলের দিকে উড়ে যাওয়ার কথা ছিল বিমানটির। বিমানটি ওড়ার ঠিক আগে ওই যাত্রী শনিবার বিমানের এক্সিট ডোরটি খুলে ফেলেন। এর জেরে বিমানে জরুরীকালীন প্রস্থানের দরজাও সক্রিয় হয়ে যায়। এই ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে।

লস এঞ্জেলেস থেকে সিয়াটেলের দিকে যাওয়ার কথা ছিল বিমানটির। কিন্তু এই ঘটনায় বিমানটির উড়তে নির্ধারিত সময়ের থেকে তিন ঘণ্টা দেরি হয়ে যায়। ঘটনার পরেই যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর তাদের অন্য বিমানে স্থানান্তরিত করা হয়।

লস এঞ্জেলেস এয়ারপোর্ট পুলিশ জানিয়েছে, সকাল ১০টা নাগাদ একজন অজ্ঞাত পরিচয় যাত্রী প্লেনের একবারে সামনের দিকে চলে আসেন। দরজার দিকে চলে এসেছিলেন তিনি। এরপর তাঁকে সরিয়ে দেওয়া হয়। এরপর তিনি ফ্লাইট অ্য়াটেনডেন্টকে বলেন, আমি এবার কী করব?

এদিকে রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সংবাদমাধ্যম ফক্স ১১কে যাত্রীরা জানিয়েছেন, ফ্লাইট অ্য়াটেন্ড্যান্ট ওই যাত্রীকে বসে থাকার জন্য় অনুরোধ করেন। কিন্তু তিনি তা করেননি। তিনি হাত ছাড়িয়ে ছুটে গিয়ে প্লেনের জরুরীকালীন দরজার দিকে ছুটে যান। সেখানে তিনি দরজা খুলে ফেলেন। এরপর এমার্জেন্সি দরজার স্লাইডিংটা খুলে দেন। এর জেরে বিমানটি থামাতে বাধ্য করেন ওই যাত্রী। এরপর তিনি যেখানে লাগেজ টানার গাড়ি রয়েছে সেদিকে চলে যান। এরপর লাগেজের কর্মীরা তাকে ধরে ফেলেন। তারে এয়ারপোর্ট পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, তার মানসিক চিকিৎসার জন্য় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর এয়ারপোর্ট পুলিশ ওই যাত্রীকে আটক করে জেরা শুরু করেছে। এফবিআইকেও গোটা বিষয়টি জানানো হয়েছে।

ফক্স নিউজ ডিজিটালকে বিমান সংস্থা জানিয়েছে,লস এঞ্জেলেস থেকে সিয়াটেল যাওয়ার কথা ছিল বিমানটির। টেকঅফের আগেই এই ঘটনা হয়েছে। পরে পুলিশ তাকে আটক করেছে।

এর সঙ্গেই বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, সামগ্রিক পরিস্থিতিতে যাত্রীদের বিমান থেকে নামিয়ে অন্য বিমানে চাপানো হয়েছিল। তবে এই সমস্যার জন্য যাত্রীদের জন্য ক্ষমা প্রার্থনা করেছে বিমান সংস্থা। এমনকী তাদের যাত্রাতেও দেরি হয়ে গিয়েছে বলে জানিয়েছে বিমানসংস্থা।