Cristiano Ronaldo Siuuu And Nap Celebration Together During Portugal’s 6-0 Win Over Luxembourg Know In Details


লুক্সেমবার্গ : চেনা দুই সেলিব্রেশেনের মিশেল ? নাকি নতুন এক সেলিব্রেশন ? চর্চায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ইউরো চব্বিশের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে জোড়া গোলের থেকেও সিআরসেভের সেলিব্রেশন নিয়ে চর্চা জোরালো। লুক্সেমবার্গের বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলের সুবাদে ৬-০ ব্যবধানে বড় জয় পেয়েছে পোর্তুগাল (Portugal)। জোয়াও ফিলিক্স, বার্নাডো সিলভা, ওটাভিও ও রাফায়েল লিয়াও একটি করে গোল পেয়েছেন। 

শূন্যে লাফিয়ে উঠে শূন্যে লাফিয়ে উঠে দু’হাত নিচে নামিয়ে ‘সিউ’ চিৎকারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর লাফিয়ে ওঠা ট্রেডমার্ক। রিয়াল মাদ্রিদে খেলার সময় থেকে যা ট্রেডমার্কে পরিণত করে ফেলেছিলেন তিনি। পরে গোলের পর দুহাত বুকের কাছে রেখে সিআরসেভেনর ‘ন্যাপ’ সেলিব্রেশনও যথেষ্ট পরিচিত। তবে লুক্সেমবার্গের বিরুদ্ধে ম্যাচে গোলের পর দেখা যায় লাফিয়ে উঠে নিচে নামার পর অবশ্য দু’দিকে হাত না নামিয়ে বুকের কাছে হাত রাখেন তিনি। খেলার ৯ ও ৩১ মিনিটে গোলদুটি করেন রোনাল্ডো। 

পোর্তুগালের হয়ে লুক্সেমবার্গের বিরুদ্ধে জোড়া গোলের সুবাদে আন্তর্জাতিক স্তরে ১২২ গোল করা হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরে পুরুষদের মধ্যে সবথেকে বেশি গোল করার নজির সিআরসেভেনেরই দখলে। কিছুদিন আগেই লিচেনস্টাইনের বিরুদ্ধে পোর্তুগালের ৪-০ গোলে জেতার দিনই জাতীয় দলের জার্সিতে সবথেকে বেশি আন্তর্জাতিক ম্যাচে খেলার নজিরও গড়ে ফেলেন তিনি। প্রসঙ্গত, ২০১৬ ইউরো চ্যাম্পিয়নদের কোচ হিসেবে রবার্তো মার্তিনেজেরে যেটি ছিল প্রথম ম্যাচ। এদিকে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ও আইসল্যান্ডের বিরুদ্ধে পরের দুটো ম্যাচে খেললে সিনিয়র দলের হয়ে ২০০ ম্যাচে খেলার নজির গড়ে ফেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ক্লাব কেরিয়ারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফেরার পর একের পর এক সমস্যা ও শেষমেশ ম্যান ইউ ছেড়ে রোনাল্ডোর সৌদি পাড়ি নিয়ে কম জলঘোলা হয়নি মাঝে। যদিও এশিয়ায় পা রেখে আপাতত আল নাসেরের জার্সিতে ফের নিজেকে মেলে ধরতে শুরু করেছেন সিআরসেভেন। ক্লাব কেরিয়ারে তাঁর মাঠ ও মাঠের বাইরের ঘটনাক্রম ঘিরে চড়াই-উতরাই চললেও আন্তর্জাতিক স্তরে রোনাল্ডো পোর্তুগালের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ফেভারিট, সেটা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন বারবার। ২০২৪-র ইউরোতে পোর্তুগালকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও এগিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই। 

 

আরও পড়ুন- প্রথম ডব্লিউপিএল চ্যাম্পিয়ন মুম্বই, ঘোষিত হল রোহিতদের বার্ষিক চুক্তি, খেলার সারাদিনের সব খবর