Viral News: ট্রেনে-বাসে অন্যের ঘামের গন্ধ নাকে আসছে? অজান্তে উপকার হচ্ছে আপনার

গরম পড়ছে। অফিস টাইমে ট্রেনে-বাসে চড়লেই নাকে আসে অন্যের ঘামের গন্ধ। বিশেষ করে হাতল ধরার জন্য কেউ যদি হাত তুলে দাঁড়ান, তাঁর বগল থেকে ঘামের দুর্গন্ধ পাশের মানুষের নাকে আসতে বাধ্যে। আর এই গন্ধে কারই না গা গুলিয়ে উঠে! কিন্তু হালে গবেষণা বলছে, এই গন্ধ নাকে আসার অনেক ভালো দিকও আছে। কী সেগুলি?

সম্প্রতি সুইডেনের ক্যারোলিনসকা বিশ্ববিদ্যালয়ের কয়েক জন বিজ্ঞানী মানুষের ঘামের গন্ধ অন্যের নাকে যাওয়ার প্রভাব নিয়ে গবেষণা করেছেন। তাতে দেখা গিয়েছে, এই গন্ধ নাকে আসলে বেশ কিছু উপকার হয়। এই গবেষণাপত্রটি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক পত্রপত্রিকায় ছাপাও হয়েছে। বিদেশি সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা গিয়েছে, কীভাবে এই সিদ্ধান্তে পৌঁছোলেন বিজ্ঞানীরা। 

(আরও পড়ুন: ডায়াবিটিস নিয়ে চিন্তায় রয়েছেন? এই পাতাটি খান, সমস্যা কমবে)

(আরও পড়ুন: মলদ্বারে ব্যথা, ভাবছেন অর্শ? এটি ক্যানসারও হতে পারে, কখন সাবধান হবেন)

বিষয়টি নিয়ে কাজ করার জন্য তাঁরা বেশ কয়েক জন মানুষকে বেছে নিয়েছিলেন। প্রত্যেকেই মানসিক ভাবে নানা চাপের পরিস্থিতি দিয়ে যাচ্ছিলেন। এই অবস্থায়, তাঁদের বলা হয়, কিছু গন্ধ শুঁকতে। কয়েক জনকে দেওয়া হয় মানুষের ঘাম থেকে নেওয়া গন্ধ ভর্তি শিশি। আর কয়েক জনকে দেওয়া হয় সাধারণ বাতাস। 

(আরও পড়ুন: ছাপবেন আর খাবেন! নয়া কেক ছাপার যন্ত্রই খাবারের ‘ভবিষ্যত’, বলছেন বিজ্ঞানীরা)

(আরও পড়ুন: খুব কাশি হচ্ছে? তাহলে যে ৫টি খাবার অবশ্যই খাবেন, এর মধ্যে শেষটি সবচেয়ে কাজের)

দেখা গিয়েছে, যাঁরা অন্যের ঘামের গন্ধ যুক্ত শিশি শুঁকেছেন, তাঁদের মানসিক চাপ বা উদ্বেগের পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। কিন্তু যাঁরা শুধু বাতাস শুঁকেছেন, তাঁদের ক্ষেত্রে কোনও লাভই হয়নি। এখান থেকেই বিজ্ঞানীদের ধারণা, বিবর্তনের মধ্যে দিয়ে মানুষ যেভাবে গিয়েছে, তাতে তাদের মধ্যে এই বৈশিষ্ট্য তৈরি হয়ে গিয়েছে। যেখানে এক জনের ঘামের গন্ধ নাকে এলে অন্য জনের মানসিক চাপের পরিমাণ বা উদ্বেগের পরিমাণ কমে। 

শুধু তাই নয়, ঘামের গন্ধের মাধ্যমে অন্য মানুষের মানুসিক অবস্থারও পরিচয় পাওয়া যায় বলেও মনে করছেন বিজ্ঞানীরা। কেউ যদি খুব আনন্দে থাকেন, তাহলে তাঁর ঘামের গন্ধ একরকম হয়। আর কেউ যদি খুব চাপে থাকেন, তাহলে তাঁর ক্ষেত্রে অন্য রকম গন্ধ হয়। সেই গন্ধ আবার অন্য মানুষের নাকে গেলে, তাঁরও সেই অনুযায়ী মানসিক পরিবর্তন হয়। এমনই বলছেন বিজ্ঞানীরা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup