Rahul Gandhi asked to vacate residence: ফের ‘ঝটকা’, দিল্লিতে সরকারি বাংলো খালি করার নির্দেশ রাহুলকে, দেওয়া হল ‘ডেডলাইন’

রাহুল গান্ধীকে দিল্লির সরকারি বাংলো খালি করার নির্দেশ দিল লোকসভার হাউজিং কমিটি। সংসদের সদস্য হিসেবে যে বাংলো রাহুলকে বরাদ্দ করা হয়েছিল। কিন্তু সাংসদপদ খারিজ হওয়ার পরই সেই কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে সরকারি বাংলো ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেজন্য ‘ডেডলাইন’ বা সময়সীমাও বেঁধে দিয়েছে লোকসভার কমিটি। বাংলো খালি করতে এক মাস সময় পাবেন রাহুল।

২০০৫ সাল থেকে লুটিয়েন্স দিল্লির ১২ তুঘলক লেনের সরকারি বাংলোয় থাকছেন রাহুল। ১৮ বছর ধরে তাঁর নামে যে সরকারি বাংলো বরাদ্দ করা হয়েছে, তা ছেড়ে দিতে রাহুলের হাতে এক মাস সময় দেওয়া হয়েছে। যে বাংলো থেকে নিজের দফতরও চালাতেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। বিষয়টির সঙ্গে অবহিত এক আধিকারিক বলেছেন, ‘রাহুলকে ওই জায়গাটা ফাঁকা করে দিতে বলা হয়েছে।’ তবে বিষয়টি নিয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতির দফতরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ‘হিন্দুস্তান টাইমস’। তবে আপাতত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন: TMC attends Congress meeting: রাহুল-আদানি নিয়ে বিরোধী বৈঠকে TMC, কালো পোশাক পরে অধিবেশনে কংগ্রেসের সাংসদরা

(বিস্তারিত পরে আসছে)

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)