HS 2023 costing and taxation exam review: উচ্চমাধ্যমিক কস্টিং ও ট্যাক্সের প্রশ্ন কেমন হল এবার? কী বলছেন বিশেষজ্ঞ শিক্ষক

আজ উচ্চমাধ্যমিক পরীক্ষার শেষ দিন। শেষ দিনে বাণিজ্য বিভাগের কস্টিং ও ট্যাক্সের পরীক্ষা ছিল। এইবারের প্রশ্নপত্র গতবারের তুলনায় সহজ হল না কঠিন। সাধারণ মানের পড়ুয়াদের পরীক্ষাই বা কেমন পরীক্ষা দিল। বিষয়ের বিশেষজ্ঞ শিক্ষকের মুখে শুনে নিল হিন্দুস্তান টাইমস বাংলা।

শিক্ষকের রিভিউ

দক্ষিণ কলকাতার এক নামী স্কুলের শিক্ষক দেবদীপ ঘোষ বলেন, ‘ছোট প্রশ্ন থেকে এমসিকিউ সবই বেশ সহজ হয়েছে। সব মিলিয়ে ৮০ শতাংশ নম্বর তোলা কোনও সমস্যাই হবে না। বড় প্রশ্নও বেশ সহজ হয়েছে।’

বিভাগের ভিত্তিতে কেমন হয়েছে এবারের পরীক্ষা? কস্টিং ও ট্যাক্সে একটি অঙ্কের বিভাগ থাকে। সেই বিভাগ থেকে প্রশ্ন কেমন এসেছে? দেবদীপবাবু জানান, ‘অঙ্কগুলিও সাজেশনের মধ্যে থেকেই এসেছে। সাজেশন পড়লেই পারা যাবে।’ কেমন হয়েছে ছোট প্রশ্ন? শিক্ষকের কথায়, ‘এমসিকিউ যথেষ্ট সোজা এসেছে। ছোট প্রশ্নও সাজেশন পড়লে পারা যাবে। বড় প্রশ্নগুলি খুব সোজাসাপটা হয়েছে। শেষ পাঁচ বছরের প্রশ্ন যারা প্র্যাকটিস করেছে., তাদের জন্য উত্তর লেখা মোটেই কঠিন হবে না।’

আরও পড়ুন: কেমন হল উচ্চমাধ্যমিকের অ্যাকাউটেন্সি প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষক

আরও পড়ুন: কেমন হল উচ্চমাধ্যমিকের বিজনেস স্টাডিজ পরীক্ষার প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা

আরও পড়ুন: রসায়ন প্রশ্নে ভুল? এক যৌগের চিহ্ন ভুল লেখা হয়েছে বলে অভিযোগ

আরও পড়ুন: কেমন হল উচ্চমাধ্যমিকের অর্থনীতির পরীক্ষা? কী বলছেন বিশেষজ্ঞ শিক্ষক

কেমন হল শেষদিনের পরীক্ষা – পড়ুয়াদের কথা

যাদবপুর সম্মিলনী বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থী অঞ্জলি সাহা বলেন, ‘পরীক্ষা খুবই ভালো হয়েছে। বড় প্রশ্নগুলি একটু স্ট্যান্ডার্ড করেছে। তবে কঠিন নয়। এছাড়া ছোট প্রশ্ন ও এমসিকিউ খুব সহজ হয়েছে। আমার সব পরীক্ষার মধ্যে এই পরীক্ষা সবচেয়ে ভালো হয়েছে।’

যাদবপুর এনকে পাল আদর্শ শিক্ষায়তনের পড়ুয়া দেবান্ত অধিকারী বলেন, ‘পরীক্ষা খুবই ভালো হয়েছে। এমসিকিউগুলি খুব সহজ হয়েছে। অঙ্কগুলিও সব পেরেছি। বড় প্রশ্নও আমার সহজ লেগেছে।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup