কমলের কিপিং ও ব্যাটিংয়ে জয়খরা ঘুচলো সিটি ক্লাবের

ঢাকা প্রিমিয়ার লিগে চার ম্যাচ খেলে কোনও জয় না পাওয়া ঢাকা লিওপার্ডস ও সিটি ক্লাব মুখোমুখি হয়েছিল বিকেএসপির চার নম্বর মাঠে। শেষ পর্যন্ত উইকটেকিপার ব্যাটার শাহরিয়ার কমলের ম্যাচসেরা পারফরম্যান্সে ৬ উইকেটে জয়ের হাসি হেসেছে সিটি ক্লাব।

মঙ্গলবার পঞ্চম রাউন্ডের খেলায় প্রথম জয়ের দেখা পেয়েছে সিটি ক্লাব। আগে ব্যাট করতে নেমে লিওপার্ডস ৪৬.৩ ওভারে ১৬২ রানে অলআউট হয়। ৪ উইকেটে ১৬৩ রান করে ৪৫ ওভারে জিতে যায় সিটি ক্লাব। 

দলীয় ৩৫ রানে সিটি প্রথম উইকেট হারানোর পর ক্রিজে নামেন কমল। ওপেনার রায়ান রাফসান রহমানের সঙ্গে ৬৯ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন তিনি। রাফসান ৮৩ বলে ৫০ রানে থামেন।

এরপর ৩৮ রানের ব্যবধানে আরও দুই উইকেট পড়লেও কমলের ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে জয় পায় সিটি। ১১৫ বলে ৩ চারে ৬৯ রানে অপরাজিত ছিলেন এই উইকেটকিপার ব্যাটার।

লিওপার্ডসের পক্ষে চতুরাঙ্গা ডি সিলভা ও মঈন খান দুটি করে উইকেট নেন।

এর আগে কমল উইকেটের পেছনে দুটি স্টাম্পিংয়ে ভূমিকা রাখেন। তাই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তারই হাতে। লিওপার্ডসের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার মোহাম্মদ জসিম উদ্দিন। এছাড়া সোহরাওয়ার্দী শুভ ৩০ রান করেন।

সিটির পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকটে নেন আসিফ হাসান ও রাফসান আল মাহমুদ। দুটি করে পান রবিউল হক ও মাজ আহমেদ সাদাকাত।

৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে আটে সিটি ক্লাব। লিওপার্ডস ১ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে ১১তম।