কেন টি-টোয়েন্টি ফরম্যাটে সাফল্য পাচ্ছে না টিম ইন্ডিয়া? জবাব দিলেন সৌরভ। Lack of aggression hurting Team India in T20Is, says former captain Sourav Ganguly

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দ্বিপাক্ষিক সিরিজে ‘বাঘ’ হলেও, আইসিসি (ICC) ইভেন্টে টিম ইন্ডিয়া (Team India) বারবার চোকার্সে পরিণত হয়েছে। সেই ২০১৩ সাল থেকে আইসিসি ইভেন্টে ভারতীয় দলের (Team India) ক্যাবিনেটে ট্রফি নেই। শুধু ৫০ ওভার নয়, ২০ ওভারের ফরম্যাটেও রোহিত শর্মা (Rohit Sharma)-বিরাট কোহলিদের (Virat Kohli) পারফরম্যান্স খুবই খারাপ। দলে দুই মহাতারকা থাকতেও, কেন টি-টোয়েন্টি ফরম্যাটে দল মেলে ধরতে পারছে না? কারণ জানিয়ে দিলেন বিসিসিআই-এর (BCCI) প্রাক্তন সভাপতি তথা ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourv Ganguly)।

মহারাজ বলেন, “ভারতীয় দল সীমিত ওভারের ফরম্যাটে আগ্রাসী মেজাজে খেলতে পারছে না। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে আরও আগ্রাসী ধরনের ক্রিকেট খেলতে হবে।” 

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউণ্ড থেকেই ছিটকে যায় বিরাটবাহিনী। এরপর রোহিতের নেতৃত্বে ২০২২ সালে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরতে হয় ‘মেন ইন ব্লু’ ব্রিগেডকে। 

আরও পড়ুন: Ben Stokes, IPL 2023: ধোনির চাপ বাড়ল! শুধু ব্যাটার হিসেবেই খেলবেন স্টোকস, কিন্তু কেন?

আরও পড়ুন: Virat Kohli, IPL 2023: হাতে স্টিচ নিয়েও শতরান! কোহলির ‘বিরাট’ কীর্তি সামনে আনলেন প্রাক্তন ব্যাটিং কোচ

দলে একাধিক ম্যাচ উইনার থাকলেও, কেন ভারতীয় দল বারবার হোঁচট খেয়ে যাচ্ছে? সৌরভের মতে, “ভারতীয় দলে একাধিক ম্যাচ উইনার আছে। সেটা সত্যি। তবে বড় মঞ্চে বিশেষ ভাবে আইসিসি প্রতিযোগিতায় সাফল্য পেতে হলে বাড়তি খিদে থাকা খুবই জরুরি। তাছাড়া সঠিক প্রস্তুতিও দরকার। সেই দিকেও খেয়াল রাখতে হবে।” 

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি ফাইনাল থেকেই ছিটকে যায় ভারত। এরপর থেকে বিরাট ও রোহিতকে বিশ্রাম দিয়ে হার্দিক পান্ডিয়াকে এই ফরম্যাটের দায়িত্ব দেওয়া হয়েছে। বিসিসিআই-এর এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন অধিনায়ক। 

সৌরভ শেষে বলেন, “হার্দিককে দায়িত্ব দেওয়া একেবারে সঠিক সিদ্ধান্ত। গুজরাত টাইটান্স আবির্ভাবেই ওর অধিনায়কত্বে আইপিএল জিতেছে। সেইজন্যই ওকে ভারতীয় দলেরও নেতৃত্ব দেওয়া হয়েছে।” 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)