‘Proud Moment For All Of Us’ RS Chairman Jagdeep Dhankhar Congratulates Indian Boxer For Winning Gold Medals In Women’s World Boxing C’ships


নয়াদিল্লি: বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে চার চারটে সোনা জিতেছে ভারতীয় মেয়েরা। দেশের হয়ে নিখাত জারিন, লভলিনা বড়গোঁহাই, নীতু গোঙ্ঘাস ও সুইটি বোড়া সোনা জিতেছেন বক্সিং চ্যাম্পিয়নশিপে। এবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় শুভেচ্ছা জানালেন ৪ সোনাজয়ী মহিলা বক্সারকে। তিনি বলেন, ”এই মুহূর্তটা আমাদের দেশের বক্সিংয়ের জন্য অত্যন্ত ঐতিহাসিক সময়। দেশের চারটি মেয়ে সোনা জিতেছেন। ওঁদের সাফল্য দেশের ক্রীড়াজগতের মান আরো বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যৎ উজ্জ্বল ওঁদের। 

নিজেদের বিভাগে সোনা জিতেছিলেন নীতু ঘনঘাস (Nitu Ghanghas) ও স্বাতী বোড়া (Saweety Boora)। এবার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে (World Boxing Championship) আরও একটি সোনা এল ভারতের ঝুলিতে। ৫০ কেজির বিভাগে সফলভাবে নিজের খেতাব ধরে রাখলেন নিখাত জারিন (Nikhat Zareen)। তিনি ভিয়েতনামের থি থামের বিরুদ্ধে দাপুটে মেজাজে ৫-০ স্কোরলাইনে ফাইনাল ম্যাচ জিতে নেন। 

সেমিফাইনালে কলম্বিয়ার ইনগ্রিত ভ্য়ালেন্সিয়াকে ৫-০ হারিয়ে ফাইনালে নিডের জায়াগা পাকা করেছিলেন নিখাত। ফাইনালে চাপের মুখেও কিন্তু নিজের সেরাটা উজাড় করে দেন। প্রথম রাউন্ড থেকে ম্যাচের শেষ পর্যন্ত দাপট দেখান নিখাত। দুই বারের এশিয়ান গেমসজয়ীকে ম্যাচে ফেরার তেমন সুযোগই দেন।

নিখাতের স্বর্ণপদকের সুবাদে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারতের ঝুলিতে বর্তমানে মোট ১৩টি সোনা হয়ে গেল। ইতিহাস তৈরি করলেন নিখাতও। মাত্র দ্বিতীয় ভারতীয় বক্সার হিসাবে একাধিক খেতাব জিতলেন তিনি। ২৬ বছর বয়সি তারকা তাঁর আইডল মেরি কমের পরে প্রথম ভারতীয় হিসাবেও নাগাড়ে দুইবার খেতাব জিতলেন। কিংবদন্তি মেরি কম কিন্তু একাই ছয় ছয়টি বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছিলেন। প্রসঙ্গত, আজই ৭৫ কেজির বিভাগে ফাইনালে নামছেন আরেক ভারতীয় তারকা লভলিনা বড়গোঁহাইও। তিনি খেতাব জিতলে ভারতীয় বক্সাররা চারে চার করে ফেলবে। লভলিনা নিজের ম্যাচে অস্ট্রেলিয়ান প্রতিপক্ষ কাইটলিন পার্কারের বিরুদ্ধে খেতাবি

লড়াইয়ে মাঠে নামবেন।    

মমতার শুভেচ্ছাবার্তা

স্বাতীর বিশ্বজয়ের পর বাংলার মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘স্বাতী বোড়া তোমায় অভিনন্দন। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ৮১ কেজি বিভাগের ফাইনালে সোনা জিতে তুমি গোটা দেশকে গর্বিত করেছ। ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা রইল।’     

ঐতিহাসিক সোনা জয়ের পর আন্তর্জাতিক বক্সিং ফেডারেশনকে প্রশংসায় ভরান স্বাতী। তিনি বলেন, ‘আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন দারুণভাবে নিজেদের দায়িত্ব পালন করেছে। বর্তমানে প্রচুর প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। পুরস্কারমূল্যও বেড়েছে। ছোটদের জন্য, বক্সারদের জন্য অন্য কোনও ফেডারেশন এত কাজ করেনি।’