পাকিস্তান ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ খেলবে বাংলাদেশে!

ভারতে হবে আগামী বিশ্বকাপ, কিন্তু পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলতে চায় বাংলাদেশে। ক্রিকইনফো এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

আগামী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। আর এশিয়া কাপ হবে পাকিস্তানে। কিন্তু ভারত মহাদেশীয় টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে যেতে চায় না। পাকিস্তানও নাছোড়বান্দা। তারাও বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ইচ্ছা পোষণ করেছে। দুই বোর্ডের এই অবস্থানের সমাধান খুঁজতে নানা চেষ্টা চলছে।

সম্প্রতি দুবাইয়ে বোর্ড সভায় যোগ দেয় বিসিসিআই ও পিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে আলোচনায় ছিল এশিয়া কাপ ও বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের যাওয়া না যাওয়ার ইস্যু। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভারত তাদের এশিয়া কাপের ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। এমনকি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচগুলোও! তারা যদি ফাইনালে ওঠে সেক্ষেত্রেও সেই ম্যাচটি পাকিস্তানের বাইরের ভেন্যুতে খেলবে।

ঠিক একইভাবে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান। তারা নিজেদের ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে, সেই ভেন্যু বাংলাদেশ বলে জানা গেছে।

জানা গেছে, ভারত এশিয়া কাপের ভেন্যু নিয়ে অনানুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। তাদের অনুসরণ করে একই সমাধানের দিকে এগিয়েছে পাকিস্তান। আগামী অক্টোবরের ৫ তারিখ শুরু হয়ে ভারতের ১০টি ভেন্যুতে চলবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। ভারতের কাছাকাছি হওয়ায় তারা ভেন্যু হিসেবে বাংলাদেশের নাম প্রস্তাব করেছে। তবে কোনও কিছুই এখনও চূড়ান্ত নয়। ভারত শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় তার ওপর নির্ভর করছে সবকিছু।