Asansol murder case: আসানসোলে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী খুনে গ্রেফতার বান্ধবী-সহ ২ যুবক

আসানসোলের হিরাপুরে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রেমঘটিত কারণে প্রতিহিংসাবশত ওই ছাত্রীকে খুন করা হয়েছিল। পুলিশ জানতে পেরেছে, প্রথমে ওই ছাত্রীকে তাঁর এক বান্ধবীকে দিয়ে ডেকে পাঠানো হয়েছিল। তারপর তাঁকে অপহরণ করে প্রথমে ধর্ষণ ও পরে খুন করা হয়েছিল। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ এক তরুণী-সহ তিন জনকে গ্রেফতার করেছে। যার মধ্যে দুই যুবক এলাকারই বাসিন্দা।

উল্লেখ্য, গত ২৭ মার্চ থেকে ওই ছাত্রী নিখোঁজ ছিলেন। গতকাল সকালে রাস্তার ধার থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এর প্রতিবাদে আদিবাসী সমাজ এবং জনজাতি থানার সামনে বিক্ষোভ দেখায়। পরে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বিজেপি নেতা কর্মীদের নিয়ে থানা ঘেরাও করেন। তারা পুলিশকে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, ধৃত তরুণী ওই ছাত্রীকে ফোন করে বাড়ি থেকে ডেকেছিল। সে জানিয়েছিল যে তিনি অসুস্থ রয়েছেন। একজনের কাছ থেকে তিনি টাকা পেতেন সেই টাকা যেন ছাত্রীটি নিয়ে আসে। বান্ধবীর কথায় রাজি হয়ে ছাত্রটি দোকানে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে কিছুটা দূরে দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। তখনই দুই যুবক ওই ছাত্রীকে অপহরণ করে বলে জানতে পেরেছে পুলিশ।

অভিযোগ, নিখোঁজ ডায়েরি করার পরেও তৎপরতার সঙ্গে পুলিশ পদক্ষেপ করেনি। পুলিশ তৎপর হলে সে ক্ষেত্রে ছাত্রীকে বাঁচানো সম্ভব হতো। কিন্তু, পুলিশ তোলাবাজিতে ব্যস্ত। অন্যদিকে, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। প্রসঙ্গত, ছাত্রীর মৃতদেহ উদ্ধারের পরে তাঁর বাবা দাবি করেছিলেন প্রতিহিংসার কারণে এই খুনের ঘটনা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আত্মীয়ের বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। প্রায় দুমাস ধরে ছাত্রীকে ধর্ষণ করে ছাত্রটি। যার জেরে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়ে। তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষা করা হয়। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ছাত্রটি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup