Mumbai Indians To Be Led By Suryakumar Yadav If Rohit Sharma Sits To Manage Workload In IPL 2023


মুম্বই: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে আইপিএলের (IPL 2023) ১৬তম সংস্করণ। গত মরসুমে লিগ তালিকায় সবার নীচে শেষ করেছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। নতুন মরসুমে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে আবারও ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামতে চলেছে পল্টনরা। তবে এ মরসুমে সূর্যকুমার যাদবকেও (Suryakumar Yadav) মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অধিনায়কত্ব করতে দেখা যেতে পারে।

এ বছরই ভারতে ৫০ ওভারের বিশ্বকাপের আসর বসতে চলেছে, এছাড়া টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে। হালে যশপ্রীত বুমরা, শ্রেয়স আইয়ার, প্রসিদ্ধ কৃষ্ণদের মতো একাধিক তারকারা চোটের কবলে পড়েছেন। তাই বিশ্বকাপের মরসুমে ভারতীয় দলের ক্রিকেটারদের ক’টা ম্যাচ খেলা উচিত? তাঁদের বিশ্রাম নেওয়া উচিত কি না? সেই নিয়ে প্রশ্ন উঠছেই। ভারতীয় ম্যানেজমেন্টের তরফেও এই বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলিকে নির্দেশিকা পাঠানো হয়েছে বলেই খবর। সেই নির্দেশিকা অনুযায়ীই রোহিত শর্মা বেশ কয়েকটি ম্যাচে বিশ্রাম নিতে পারেন বলেই শোনা যাচ্ছে। 

নেতৃত্বে সূর্য

কিন্তু রোহিত বিশ্রাম নিলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে কে অধিনায়কত্ব করবেন? এতদিন পর্যন্ত কায়রন পোলার্ড মুম্বইয়ের সহ-অধিনায়ক ছিলেন। রোহিতের অনুপস্থিতিতে তাঁকেই নেতৃত্বের দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে। তবে তিনি অবসর নিয়েছেন। এ মরসুমে তিনি রোহিতদের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন। তাই রোহিত বিশ্রাম নিলে তাঁর বদলে কে মুম্বইকে নেতৃত্ব দেবেন, সেই নিয়ে প্রশ্নচিহ্ন ছিলই। শোনা যাচ্ছে রোহিত বিশ্রাম নিলে আরেক মুম্বইকর সূর্যকুমার যাদবের ঘাড়েই নেতৃত্বের দায়ভার দেওয়া হতে পারে। যদিও এই বিষয়ে সরকারিভ

বে কিছুই জানানো হয়নি। 

বুমরা প্রসঙ্গে রোহিত

আইপিএলে গোটা মরসুমেই মুম্বই ইন্ডিয়ান্স দলে পাবে না তাঁদের তারকা পেসার যশপ্রীত বুমরাকে। এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু না জানানো হলেও বুধবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে মুম্বই ইন্ডিয়ান্সের তরফে সেই বিষয়ে আভাস দিয়ে দেওয়া হয়। রোহিত শর্মা জানিয়ে দেন যে বুমরার অভাব বোধ করবে দল। এমনকী তাঁর অভাব মেটানোও দলের বাকিদের পক্ষে কঠিন হতে পারে। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক বলছেন, ”বুমরাকে না পাওয়াটা আমাদের কাছে সত্যিই একটা বড় ধাক্কা। ওঁর অভাব পূরণ করাটাও অন্যদের জন্য একটু কঠিনই হবে। তবে আমরা আগে থেকেই এই বিষয়ে পরিকল্পনা নিয়েছিলাম। কয়েকজন তরুণ রয়েছে, যাদের দিকে আমাদের নজর রয়েছে।”

আরও পড়ুন: কেকেআর সতীর্থকে পিছনে ফেলে নতুন বিশ্বরেকর্ড গড়লেন শাকিব