President Droupadi Murmu: বেলুড় পরিদর্শন রাষ্ট্রপতির, সারদার মায়ের পুজিত শাড়ি, শাল বই দেওয়া হল উপহার

নেতাজী, রবীন্দ্রনাথের পর এবার স্বামী বিবেকানন্দের কর্মপীঠ ঘুরে গেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের সাংবিধানিক প্রধানপদে বসার পর এই প্রথমবার তাঁর বেলুড় সফর। মঙ্গলবার সকাল নটার খানিক আগেই তিনি বেলুড়ে পৌঁছান। রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বারবাহা হাঁসদা, মন্ত্রী অরূপ রায়, জেলাশাসক ও পুলিশ কমিশনার।

প্রথমে পুরনো মঠ অফিসে যান রাষ্ট্রপতি। সেখানে কিছুক্ষণ থাকার পর শ্রীরামকৃষ্ণের মূল মন্দিরে প্রবেশ করেন তিনি। তার পর মঠে ব্যাটারি চালিত গাড়ি করে বেলুড় মঠের বিভিন্ন জায়গা ঘুরে বেড়ান। প্রথমে বিবেকানন্দের ঘর, সারদা মায়ের মন্দির-সহ বিভিন্ন জায়গা যান।

স্বামীজিকে শ্রদ্ধা জানাচ্ছেন রাষ্ট্রপতি

(টুইটার)

মঠের পক্ষ থেকে তাঁর হাতে তুলে দেওয়া হয় মা সারদা পুজিত শাল ও শাড়ি। এ ছাড়া তাঁর হাতে তুলে দেওয়া রামকৃষ্ণ দেবের পুজোর ফুল। সম্প্রতি মঠ থেকে প্রকাশিত ঠাকুর-মা সারদা ও স্বামীজির উপর লেখা বই তাঁর হাতে তুলে দেওয়া হয়।

বেলুড় মঠ থেকে রাষ্ট্রপতি একটি রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন। সেখান থেকে হেলিকপ্টারে তিনি শান্তিনিকেতন রওনা দেন। বিশ্বভারতীর সমাবর্তনে যোগ দেবেন তিনি। তাঁর এই সফরকে ঘিরে কড়া নিয়ে নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে।