নর্দমার মধ্যে দিয়ে ১০ ফুট সুরঙ্গ কেটে সোনার দোকানে ভয়াবহ চুরি, গয়না হাওয়া

উত্তরপ্রদেশের মিরাটে ভয়াবহ ঘটনা। একটি নর্দমার মধ্য দিয়ে ১০ ফুট লম্বা সুরঙ্গ কেটে চোরেরা সোনার দোকানে ঢুকে পড়ে। এরপর তারা দোকান থেকে সোনার গয়না চুরি করে। সেই চুরি যাওয়া গহনার মূল্য প্রায় লাখ খানেক টাকা।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় জুয়েলারি শোরুমের মালিক যখন দোকান খোলেন তিনি দেখেন দোকান থেকে নর্দমা হয়ে একটি বিরাট সুরঙ্গ খোঁড়া হয়েছে। আর সেই সুরঙ্গ পথেই ঢুকেছিল চোরের দল। শিউরে ওঠার মতো ঘটনা। পুলিশ সূত্রে খবর, ওই ড্রেনের পাশেই ছিল সোনার দোকান। আর নর্দমার ইঁটগুলো আলগা হয়ে গিয়েছিল। সেই ইঁট তারা সরিয়ে ফেলে। এরপর তারা ভেতরে ঢুকে পড়ে। তারপর সোনার দোকানে ঢুকে লুঠপাট চালানো হয়।

পুলিশ সূত্রে খবর, চোরেরা প্রায় লাখ খানেক টাকার গয়না নিয়ে চম্পট দিয়েছে। কিন্তু ঠিক কত টাকার গয়না চুরি গিয়েছে তা এখনও জানা যায়নি।

এদিকে গোটা ঘটনার জেরে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। মিরাটের ব্যবসায়ী সমিতির সদস্যরা দ্রুত সেই শোরুমে চলে যান। আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সেব্যাপারে তারা আবেদন করেন। ব্যবসায়ীদের দাবি, শহরে এনিয়ে চতুর্থবার এই ধরনের ডাকাতির ঘটনা হল।

এদিকে দুজন পুলিশ আধিকারিক ঘটনার পরেই এলাকায় যান। এদিকে ব্যবসায়ীরা দাবি করেন পদস্থ পুলিশকর্তাদের এখানে আসতে হবে । তাদের দিয়েই তদন্ত করতে হবে। এমনকী সম্প্রতি যে কয়েকটি চুরি ডাকাতির ঘটনা হয়েছে সবকটিতেই তদন্ত করতে হবে বলে দাবি করেন ব্যবসায়ীরা।

পুলিশ ইতিমধ্য়েই ডাকাতদের খুঁজতে তৎপর হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, নর্দমার ইঁটগুলো আলগা হয়ে গিয়েছিল। সেই সুযোগটাই নিয়েছিল চোরেরা। তারা ওই ইঁটগুলোকে সরিয়ে ফেলে। এরপর সেখান দিয়ে তারা দোকানের ভেতরে সিঁদ কেটে ঢুকে পড়ে। কিন্তু প্রশ্ন উঠছে কারা রয়েছে এর পেছনে? একরাতের মধ্য়েই কি সিঁদ কাটা হয়েছিল? সেক্ষেত্রে ইঁট সরানোর এই ঘটনা কেন কেউ দেখতে পেল না?

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup