চোপড়ায় তৃণমূলের বৈঠক শেষে গুলিতে ২ দলীয় কর্মীর মৃত্যুতে ১ জন গ্রেফতার

চোপড়ায় তৃণমূলের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাইকে কেন্দ্র করে সংঘর্ষে ২ ব্যক্তির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় ১ জনকে গ্রেফতার করল পুলিশ বৃহস্পতিবার চোপড়ার দিঘাবানা এলাকায় তৃণমূলের বুথ কার্যালয়ে প্রার্থী নির্বাচন নিয়ে বৈঠকের পর গুলি চলে। গুলিতে ফয়জুল রহমান ও হাঁসু মহম্মদ নামে এই দুই কর্মীর মৃত্যু হয়। ঘটনায় দুঃখ প্রকাশ করেন বিধায়ক হামিদুল রহমান।

শুক্রবার সকাল থেকে ঘটনায় দোষীদের গ্রেফতারির দাবিতে পথ অবরোধ শুরু করে তৃণমূলেরই একাংশ। এরই মধ্যে দিঘাবানা এলাকায় পৌঁছন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এরপর বিক্ষোভকারীদের বুঝিয়ে রাস্তা অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন। এখনও পর্যন্ত যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের গ্রেফতার করার জন্য পুলিশকে নির্দেশ দেন বিধায়ক। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত এলাকা থমথমে। বন্ধ দোকানপাট। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের দেখে মুখ ফিরিয়ে নিচ্ছেন স্থানীয়রা।

হামিদুল রহমান জানিয়েছেন, বুথ কমিটির বৈঠকে ওই বুথ থেকে প্রার্থী হিসাবে ৪ জনের নাম উচ্চতর নেতৃত্বের কাছে পাঠানোর জন্য চূড়ান্ত হয়েছিল। তার পরও কী ভাবে সংঘর্ষ বাঁধল জানি না। বৈঠকে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির হয়েছিল কয়েকজন। তারাই গণ্ডগোল বাঁধিয়েছে বলে মনে হয়।