ফের রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা, RSS নিয়ে এসব কী বলেছেন তিনি!

গত ২৩ মার্চ সুরাটে আদালতে একটি মানহানি মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দু বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। পরে তিনি অবশ্য জামিন পেয়ে যান। এবার হরিদ্বার আদালতে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হল।গত জানুয়ারি মাসে ভারত জোড়ো যাত্রায় তিনি আরএসএসকে ২১ শতকের কৌরব বলে উল্লেখ করেছিলেন। তার জেরেই এবার রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা।

আইনজীবী অরুণ ভাদোরিয়া জানিয়েছেন, কমল ভাদোরিয়ার পক্ষে তিনি এই মামলা দায়ের করেছেন। তিনি নিজেকে আরএসএস ভলান্টিয়ার বলে জানিয়েছেন। ১২ এপ্রিল আদালত এই মামলার শুনানি করবে। ভারতীয় দন্ডবিধির ৪৯৯ ধারা ও ৫০০ ধারায় এই অভিযোগ করা হয়েছে। এই দুটি ধারাতে সর্বোচ্চ দু বছরের জেল হতে পারে।

অরুণ জানিয়েছেন গত জানুয়ারি মাসে কুরুক্ষেত্রতে একটি বিবৃতি দিয়েছিলেন রাহুল গান্ধী। সেই বক্তব্য়ে তিনি আরএসএস (RSS)কে ২১ শতকের কৌরব বলে উল্লেখ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, তারা এখন খাকি হাফ প্যান্ট পরেন, হাতে লাঠি নেন, আর শাখা তৈরি করেন আর ভারতের ২-৩জন ধনকুবের এই কৌরবদের পেছনে দাঁড়ান।

সেই বক্তব্যের জেরেই এবার মামলা রাহুলের বিরুদ্ধে। অভিযোগকারীর তরফে বলা হয়েছে, গত ১১ জানুয়ারি আবেদনকারী কমল ভাদোরিয়া একটি লিগাল নোটিশ দিয়েছিলেন। কিন্তু সেই নোটিশের কোনও জবাব দেননি রাহুল গান্ধী। এরপরই এনিয়ে মামলা করা হয়। এদিকে এর আগেও মোদীর পদবি নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে মামলা হয়েছিল রাহুল গান্ধীর বিরুদ্ধে। তার জেরে দুবছরের কারাদণ্ডও হয়েছিল তাঁর। কিন্তু তিনি পরে জামিন পেয়ে যান। তবে তাঁর সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছে।

তখন ঠিক কী বলেছিলেন রাহুল গান্ধী?

২০১৯ সালের একটি মানহানি মামলা হয়েছিল তার বিরুদ্ধে। মোদীর পদবি নিয়ে রাহুল আপত্তিকর শব্দ বলেছিলেন বলে অভিযোগ। এরপর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

রাহুল জানিয়েছিলেন, কেন সব চোরেদের পদবি মোদী হয়? কর্নাটকের কোলারে একটি নির্বাচনী সভায় তিনি একথা বলেছিলেন।

এবার সেই মামলায় রায়দানের পরে রাহুল গান্ধীর সংসদ পদ খারিজ করা হয়েছে। জনপ্রতিনিধিত্ব আইনের সেকশন ৮(৩) অনুসারে যদি কোনও ব্যক্তিকে অপরাধী বলে সাব্যস্ত করা হয় আর তাকে দুবছরের বেশি সময়ের জন্য কারাদন্ডের নির্দেশ দেওয়া হয় তবে সেই রায়দানের দিন থেকে তার সংসদ পদ খারিজ করা হয়।