Amartya Sen: ১০ দিনে অমর্ত্য সেনকে দিতে হবে হাজিরা, চিঠি বিশ্বভারতীর, পাল্টা চিঠির ভাবনা

বিশ্বভারতী ২৯ মার্চের মধ্যের এস্টেট অফিসারের সামনে অমর্ত্য সেন বা তাঁর কোনও প্রতিনিধিকে হাজির হতে নির্দেশ দিয়েছিল। কিন্তু অর্থনীতিবিদ এখন বিদেশ। তাই তাঁর আইনজীবী বিশ্বভারতীকে জানিয়েছিলেন, চার মাস দিতে। কিন্তু চারমাসের বদলে ১০ দিন সময় দিয়ে পাল্টা চিঠি পাঠিয়েছে বিশ্বভারতী।

নোবেলজয়ী অর্থনীতিবিদের আইনজীবী জানিয়েছেন, বুধবার শান্তিকেতনে প্রতীচীর নিরাপত্তারক্ষীদের হাতে একটি চিঠি দেওয়া হয়েছে অমর্ত্য সেনের নামে। এই চিঠিকে শোকজ ও শুনানির জন্য ১০ দিন মঞ্জুর করা হয়েছে। দশদিন মঞ্জুর করার পিছনে একাধিক যুক্তিও দেওয়া হয়েছে। এর জবাবে পাল্টা চিঠি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অমর্ত্য সেনের আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী। আইনজীবীর যুক্তি,’যেহেতু দেশের বাইরে রয়েছেন স্যার। তাই এই সময়ের মধ্যে সব নথি নিয়ে যাওয়া সম্ভব নয়।’

(পড়তে পারেন। সমবায় সমিতির সদস্যের সই জাল করে ভুয়ো মামলা, তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট)

প্রসঙ্গত, এই চিঠির আগে বিশ্বভারতী নোবেলজয়ীকে একটি চিঠি দিয়ে জানিয়েছিল, তাঁর বিরুদ্ধে ১৯৭১ সালের দখলদার উচ্ছেদ আইন কেন প্রয়োগ করা হবে না, তার জবাব ১০ মার্চ বা তার আগে জানাতে হবে। একই সঙ্গে অমর্ত্য সেনকে ২৯ মার্চ সশরীরে হাজির থেকে বা তাঁর কোনও প্রতিনিধিকে বিশ্বভারতীর যুগ্মসচিব তথা এস্টেট অফিসারের কাছে শুনানির জন্য হাজিরা দিতে বলা হয়েছিল। তার প্রেক্ষিতেই চার মাস সময় চেয়েছিলেন অমর্ত্য সেন। কিন্তু সেই সময় দিতে রাজি নয় বিশ্বভারতী।