Threatening letter: ব্যবসায় মন্দা, মোটা টাকা চেয়ে জঙ্গি সংগঠনের নাম করে হুমকি চিঠি, গ্রেফতার যুবক

বিভিন্ন ব্যবসায়ীকে জঙ্গি সংগঠনের শীর্ষ কর্তা পরিচয় দিয়ে হুমকি চিঠি দেওয়ার অভিযোগ উঠল। এই অভিযোগে দক্ষিণ ভারতের এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা এলাকার। ওই যুবক পেশায় পুরনো জিনিসপত্র কেনার ব্যবসা করেন। তবে ইদানিং ব্যবসায় ভাটা পড়ায় ওই ব্যবসায়ী টাকা তোলার জন্য জঙ্গি সংগঠনের শীর্ষ কর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের চিঠি দিত। তবে শেষরক্ষা হয়নি। বুধবার রাতে পুলিশ তাকে আটক ও পরে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম প্রসেনজিৎ বৈরাগী। তার আদি বাড়ি ছত্তিশগড়ে হলেও সে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। তবে ঘাটাল মহকুমার ক্ষীরপাই শহরের হালদারদিঘি মোড়ে গত তিন বছর ধরে থাকছিল। সেখানে বিভিন্ন জায়গা ঘুরে পুরনো জিনিস কেনা বেচা করত। তবে ওই ব্যবসা ভালো চলছিল না। মোটা টাকার অভাবে সে পুরনো জিনিস কিনতে পারছিল না। তাই টাকা তোলার জন্য এই ফন্দি আঁটে। পুলিশ জানতে পেরেছে, গত কয়েকদিন ধরেই এলাকার বড় বড় ব্যবসায়ীদের বেছে বেছে জঙ্গি সংগঠনের নাম করেছে চিঠি পাঠানো হচ্ছিল। রাতের অন্ধকারে সাদা কাগজে মুড়ে এই হুমকি চিঠি পাঠানো হচ্ছিল। সেই চিঠিতে নিজেকে বিভিন্ন জঙ্গি সংগঠনের শীর্ষ কর্তা বলে দাবি করত প্রসেনজিৎ। চিঠিগুলি লেখা হত হিন্দি এবং ইংরেজিতে। পুলিশ জানিয়েছে, কারও কাছ থেকে ১০ লক্ষ টাকা আবার কারও কাছ থেকে ১৫ লক্ষ টাকা দাবি করতো প্রসেনজিৎ। সেই টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হত।

যদিও এই ঘটনায় পুলিশের কাছে কোন অভিযোগ জমা পড়েনি। তবে বিষয়টি পুলিশের নজরে আসে। জানা গিয়েছে, বুধবার ক্ষীরপাইয়ের একটি মোটর বাইক শোরুমে চিঠি দেওয়ার চেষ্টা করছিল প্রসেনজিৎ। তখনই বিষয়টি টহলদারি পুলিশের নজরে আসে। এরপর তাকে ফাঁড়িতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার নড়ে চড়ে বসে পুলিশ। উচ্চ পদস্থ আধিকারিকরা ফাঁড়িতে এসে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এর পরে সে হুমকি চিঠির কথা স্বীকার করে। তার ব্যাগ থেকে একাধিক উদ্ধার হয়েছে। যদিও কোনও ব্যবসায়ীর কাছ থেকে এখনও টাকা পায়নি প্রসেনজিৎ। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে হেফাজতে নেওয়া হবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup