মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্থানীয় যুবক

রাজ্যে শিশু নির্যাতনের তদন্তে এসে যখন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের বাধার মুখে পড়ছেন কেন্দ্রীয় কমিশনের চেয়ারপার্সন তখনই বীরভূম থেকে এল আরও এক নাবালিকা ধর্ষণের খবর। মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে নদীর চরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় যুবকের বিরুদ্ধে। শুক্রবার বীরভূমের বোলপুর থানা এলাকার ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

তিলজলায় প্রতিবেশীর হাতে নাবালিকা হত্যার ঘটনার তদন্তে এসে শুক্রবার রাজ্য শিশু সুরক্ষা কমিশনের হেনস্থার মুখে পড়েছেন কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো। এমনকী তিলজলা থানার আইসি তাঁকে শারীরিক হেনস্থা করেছেন বলে অভিযোগ। ওসির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রিয়াঙ্ক। যার তদন্ত শুরু করেছে লালবাজার। শনিবার সকালে তাঁর সঙ্গে একই ঘটনা ঘটেছে মালদার গাজোলে। সেখানেও স্কুলের ভিতরে ধর্ষণের শিকার এক নাবালিকার সঙ্গে দেখা করতে যান প্রিয়াঙ্ক। তাঁকে নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে বাধা দেন রাজ্য কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়। এমনই অভিযোগ করেছেন প্রিয়াঙ্ক। তিনি প্রশ্ন তোলেন, কী লুকানোর চেষ্টা করছে রাজ্য সরকার? এরই মধ্যে বোলপুরে ধর্ষণের শিকার হল মানসিক ভারসাম্যহীন নাবালিকা।

নির্যাতিতার পরিবারের তরফে জানানো হয়েছে, শুক্রবার বিকেলে নদীর বাঁধের ওপর বসে ছিল নির্যাতিতা নাবালিকা। তখন চাষের জমিতে ছাগল তাড়াতে হবে বলে তাকে ডেকে নিয়ে যায় স্থানীয় এক যুবক। এর পর জনমানবহীন নদীর চরে নাবালিকাকে ধর্ষণ করে সে। বাড়ি এসে মা-কে সব কথা বলে মেয়েটি। এর পর বোলপুর থানার দ্বারস্থ হয় পরিবার। দায়ের হয় অভিযোগ। নাবালিকার পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।