Illegal construction in Kolkata: বেআইনি নির্মাণ নিয়ে ক্ষুব্ধ মেয়র, পুর ইঞ্জিনিয়ারদের ঘাড়ে চাপালেন দোষ

শহরে বেআইনি নির্মাণ নিয়ে বহুবার সরব হয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। টক টু মেয়র অনুষ্ঠানে তিনি একাধিবার বেআইনি নির্মাণের প্রসঙ্গ নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার বেআইনি নির্মাণ নিয়ে নিজের দফতরের ইঞ্জিনিয়ারদের উপর দোষ চাপালেন মেয়র ফিরহাদ হাকিম। বারবার জানানো সত্ত্বেও কেন বেআইনি নির্মাণ হচ্ছে তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। টক টু মেয়র অনুষ্ঠানে এদিন বেআইনি নির্মাণের অভিযোগ প্রসঙ্গে এমনই কড়া বার্তা দিয়েছেন তিনি।

টক টু মেয়র অনুষ্ঠানে দুজন নাগরিক বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগ করেন। যার মধ্যে এক নাগরিক অভিযোগ করেন, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বেআইনি নির্মাণ পুরসভা ভাঙছে না। অন্য একজনের অভিযোগ, আবাসনের চার তলায় বেআইনি নির্মাণ হওয়ায় তিনি পুরসভা থেকে সিসি পাচ্ছেন না। এই অভিযোগ শোনার পরে ক্ষোভ উগরে দেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘পুর ইঞ্জিনিয়ারদের গাফলিতদের জন্যই প্রোমোটাররা বেআইনি নির্মাণ করছে। আর এসবের জন্য সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। যাদের গাফিলতি রয়েছে সেই সমস্ত ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে আমি আগেই ব্যবস্থা নিতে বলেছি। পুর কমিশনারকেও জানানো হয়েছে। আবারও বলছি ব্যবস্থা নিতে।’ যারা অভিযোগ জানিয়েছিলেন তার মধ্যে একজন ১১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং অন্যজন ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর অভিযোগ, চার তলায় বেআইনিভাবে নির্মাণ হওয়ায় ফ্ল্যাটের সিসি পাচ্ছেন না।

যদিও মেয়েরের বক্তব্য, ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সেই নির্দেশ মানা হচ্ছে না। তবে পুরসভার আধিকারিকদের একাংশের মতে, বিল্ডিং বিভাগের দায়িত্বে মেয়র নিজেই রয়েছেন। তা সত্ত্বেও কেন তাঁর কথা শোনা হচ্ছে না। তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, এই ক্ষেত্রে হতে পারে মেয়র নিজেই দায়িত্ব সামলানোর ব্যর্থতা ধামাচাপা দিতে পুর ইঞ্জিনিয়ারদের উপর দোষ চাপাচ্ছেন। এনিয়ে অনেকে প্রশ্ন করেছেন। তাঁদের আরও বক্তব্য, স্থানীয় কাউন্সিলরদের মদত রয়েছে। তবে এ বিষয়ে মেয়র সাফ জানিয়েছেন, কাউন্সিলররা অনুমোদনের বিষয়ে কিছু জানেন না। এটি পুর ইঞ্জিনিয়াররা জানেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup