IPL 2023: Hardik Pandya Criticizes Shubman Gill Even After Winning Match Vs CSK


কলকাতা: গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের (GT vs CSK) ম্যাচের মাধ্যমে শুক্রবার আইপিএলের ১৬তম সংস্করণ শুরু হল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয় দিয়েই মরসুম শুরু করল গত বারের চ্যাম্পিয়ন গুজরাত। ১৭৯ রান তাড়া করতে নেমে চার বল বাকি থাকতে পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় গুজরাত। দলের হয়ে সর্বাধিক ৬৩ রানের ইনিংস খেলেন শুভমন গিল (Shubman Gill)। তা সত্ত্বেও তরুণ ওপেনারের সমালোচনায় মুখর গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)।

শুভমনের সমালোচনা

১১তম ওভারেই দুই উইকেট হারিয়ে শতরানের গণ্ডি পার করে ফেললেও, অল্প রানের ব্যবধানে হার্দিক, শুভমন, বিজয় শঙ্করের উইকেট হারিয়ে কিছুটা চাপেই পড়ে গিয়েছিল গুজরাত। তবে রাহুল তেওয়াতিয়া ও রশিদ খান দলের জয় সুনিশ্চিত করেন। সেট হওয়ার পর ম্যাচ শেষ করার বদলে খারাপ শট খেলে আগেই আউট হওয়ার জন্য়ই শুভমনকে সমালোচিত হতে হল। ম্যাচ শেষে হার্দিক বলেন, ‘আমি ম্যাচ জেতায় খুশি বটে, তবে আমরা নিজেরাই আমাদের কাজটা কঠিন করে তুলেছিলাম। আমার আর শুভমনের শট দলকে চাপে ফেলে দিয়েছিল। দলের হয়ে সবসময় রশিদ ও রাহুল ম্যাচ শেষ করবে, এমনটা তো হয়না, আমাদের আরও দায়িত্ব নিয়ে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়াটা উচিত।’

তবে বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট হার্দিক। পাশাপাশি ইমপ্যাক্ট খেলোয়াড়ের নিয়ম যে তাঁর অধিনায়কত্বের কাজটা আরও কঠিন করেছে, তাও অকপটে জানিয়ে দিলেন হার্দিক। ‘ওদের ১৭৮ রানে আটকাতে পেরে কিন্তু আমরা বেশ খুশি ছিলাম, কারণ একসময় তো মনে হচ্ছিল ওরা ২০০ পার করে ফেলবে। আর ইমপ্যাক্ট খেলোয়াড়ের নিয়ম তো আমার কাজ আরও কঠিন করে দিয়েছে। এত বিকল্প রয়েছে যে কোনও বোলার প্রতিটি ম্যাচেই নিজেদের পর্যাপ্ত ওভারের কম বল করবে।’ দাবি গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ড্যর।

এবারের আইপিএলে (IPL) সবচেয়ে বড় চমক। ইমপ্যাক্ট প্লেয়ার (Impact Player)। যে নিয়মে বদলে যেতে পারে ম্যাচের ভাগ্য। আর সেই নিয়মে প্রথম ইমপ্যাক্ট প্লেয়ার হয়ে আইপিএলে ইতিহাস গড়লেন তুষার দেশপাণ্ডে (Tushar Deshpande)। অম্বাতি রায়ডুর পরিবর্তে তাঁকে গুজরাতের ব্যাটিংয়ের সময় মাঠে নামায় চেন্নাই সুপার কিংস। অম্বাতি আর ফিল্ডিং করতে নামেননি। যদিও মাঠের অভিজ্ঞতা খুব একটা সুখকর হয়নি তুষারের। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নেমে ৩.২ ওভারে ৫১ রান খরচ করেন তুষার দেশপাণ্ডে। মাত্র ১ উইকেট পান তিনি।

গুজরাতও নতুন নিয়ম কাজে লাগায়। চোট পাওয়া কেন উইলিয়ামসনের পরিবর্তে সাই সুদর্শনকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামান হার্দিক পাণ্ড্যরা। ১৭ বলে ২২ রান করেন তিনি। শুভমন গিলের সঙ্গে পার্টনারশিপ গড়ে দলের জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন।