Kapil Sibal:’আমাদের ক্রাচের দরকার নেই’, রাহুলকে নিয়ে জার্মানিকে দিগ্বিজয়ের ‘ধন্যবাদ’ টুইটের পর কপিল সিবাল দিলেন বার্তা

‘আমাদের হাঁটার জন্য ক্রাচের দরকার নেই’, রাহুল গান্ধীকে ঘিরে রাজনৈতিক ঘটনা পরম্পরা নিয়ে জার্মানির বার্তার পরই কংগ্রেসের বর্ষীয়ান নেতা দিগ্বিজয় সিং একটি টুইট করে ‘ধন্যবাদ জার্মানি’ মন্তব্যটি করেন। এরপর কংগ্রেস ত্যাগী রাজ্যসভার সাংসদ কপিল সিবাল সদ্য এই টুইট নিয়ে মন্তব্য করেনয সিবাল বলেন, ‘আমাদের বিদেশ থেকে অনুমোদনের প্রয়োজন নেই।’ তাঁর দাবি, রাহুলকে ঘিরে লড়াই নিজেদের মতো করে সম্ভব।

এর আগে, জার্মানির তরফে রাহুল গান্ধী ইস্যুতে মুখ খোলা হয়। জার্মানি বলে, ‘যতদূর বোঝা যাচ্ছে তাতে রাহুল গান্ধী এই রায়ের বিরুদ্ধে আবেদন করার সুযোগ পাবেন। তারপরই স্পষ্ট হবে এই রায় ও তাঁর সাংসদপদ বাতিলের ভিত্তি আছে কি না।’ এখানেই শেষ নয়। বার্লিনের তরফে বলা হয়, ‘বিচারব্যবস্থার স্বাধীনতা ও মৌলিক গণতান্ত্রিক অধিকার’ মেনে চলবে ভারত, বলে তাঁদের আশা। প্রসঙ্গত, রাহুল গান্ধীর ২০১৯ সালের এক মন্তব্যের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে দায়ের হয় মামলা। সেই মামলার প্রেক্ষিতে রাহুলকে ২ বছরের কারাবাস ও ১৫ হাজার টাকার জরিমানার নির্দেশ দেয় মোদীগড় গুজরাটের সুরাট কোর্ট। এরপরই রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়। এদিকে, সেই ঘটনা নিয়ে আমেরিকা সদ্য মুখ খুলেছে। তারা জানিয়েছে ঘটনা প্রবাহের দিকে নজর রয়েছে ওয়াশিংটনের। এদিকে, জার্মানিও কার্যত একইভাবে বার্তা দিয়েছে। জার্মানির বার্তার প্রেক্ষিতে জার্মানির বিদেশমন্ত্রককে ধন্যবাদ জ্ঞাপন করেছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা দিগ্বিজয় সিং। সেই প্রেক্ষিতে কপিল সিবাল একটি পাল্টা টুইট করেন।

(ভুঁড়িই ভিলেন? গরমে ঝটপট ওজন কমাতে পাতে রাখতে পারেন এই খাবারগুলি)

‘আমাদের লড়াই আমাদের নিজেদের, আর সেই লড়াইতে আমরা একত্রিত।’ টুইটে এই বার্তা দিয়ে কার্যত দিগ্বিজয়ের টুইটকে টার্গেট করেন কপিল সিবাল। তিনি লেখেন,’আমাদের কোনও ক্রাচের দরকার নেই এগিয়ে চলার জন্য, আমাদের কোনও অনুমোদনের দরকার নেই বিদেশ থেকে।’ এদিকে, জার্মানির বক্তব্যের পর কেন্দ্রীয় মন্ত্রীরা একের পর এক টুইট করেন রাহুল গান্ধীকে টার্গেট করে। কিরেন রিজিজু বার্তা দেন, দেশের বাইরের শক্তিকে এই মর্মে আমন্ত্রণ ‘দেশ সহ্য করবে না’। সবমিলিয়ে রাহুল গান্ধীকে ঘিরে রাজনৈতিক ঘটনা পরম্পরা ঘিরে ব্যাপক তোলপাড় শুরু হয়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup