PV Sindhu Reaches Madrid Spain Masters, Kidambi Srikanth Bows Out Of The Tournament


মাদ্রিদ: বছরের শুরুটা খুব একটা আহামরি করতে পারেননি, তবে স্পেন মাস্টার্সে (Spain Masters) দুরন্ত ছন্দে রয়েছেন পিভি সিন্ধু (PV Sindhu)। বিশ্বের ১৯ নম্বর মহিলা শাটলার মিয়া ব্লিচফেল্ডটকে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে নিজের জায়গা পাকা করে ফেললেন যুগ্ম অলিম্পিক্স পদকজয়ী সিন্ধু। তবে সিন্ধু সেমিতে নিজের জায়গা পাকা করতে পারলেও, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন আরেক ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth)।

পিছিয়ে পড়েও জয়

টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই সিন্ধু দীর্ঘদিন চোটের কারণে কোর্টের বাইরেই ছিলেন। চোট কাটিয়ে ফিরলেও বছরের শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেনি সিন্ধু। ব়্যাঙ্কিংয়ে প্রথম ১০-রও বাইরে চলে গিয়েছেন সিন্ধু। এদিন সেমিফাইনালে শুরুটাও আহামরিভাবে করতে পারেননি তিনি, তবে ম্যাচ যত গড়ায় ততই নিজের ছন্দ ফিরে পান সিন্ধু। ২১-১৪ স্কোরলাইনে প্রথম গেমে জয় পান সিন্ধু। কিন্তু দ্বিতীয় গেমে এক সময়ে ৬-১২ পিছিয়ে পড়েছিলেন সিন্ধু। ভারতীয় শাটলার অবশ্য গেমে পিছিয়ে পড়লেও নিজের ওপর আস্থা হারানিনি। শেষমেশ ২১-১৭ স্কোরলাইনে দ্বিতীয় গেমও জিতে নিয়ে ম্যাচ জিতে নেন সিন্ধু।

লড়াই করেও হার

এই সুপার ৩০০ টুর্নামেন্টে একমাত্র ভারতীয় শিটলার হিসাবে সিন্ধুই অবশিষ্ট রয়েছেন। ফাইনালে নিজের জায়গা পাকা করার লক্ষ্যে সিন্ধু সিঙ্গাপুরের অবাছাই শাটলার ইয়ো জিয়া মিনের বিরুদ্ধে কোর্টে নামবেন। আজই ভারতীয় সময় অনুযায়ী সন্ধে ৬টায় (পরিবর্তিত হতে পারে) সেমিফাইনালে কোর্টে নামবেন সিন্ধু। তিনি ফাইনালে পৌঁছতে পারেন কি না, সেটা দেখার বিষয়।

 

অপরদিকে, টুর্নামেন্টের শীর্ষ বাছাই, জাপানের কেন্তা নিশিমতোর বিরুদ্ধে স্ট্রেট গেমে পরাজিত হন কিদাম্বি শ্রীকান্ত।বিশ্বের প্রাক্তন এক নম্বর (ব়্যাঙ্কিংয়ের বিচারে) পুরুষ শাটলার শ্রীকান্তর কোয়ার্টার ফাইনাল ম্যাচের স্কোর তাঁর বিপক্ষে ১৮-২১, ১৫-২১। টুর্নামেন্টের পঞ্চম বাছাই শ্রীকান্ত প্রথম গেমে লড়াই করলেও, দ্বিতীয় গেমে কিন্তু ভারতীয় শাটলার আর তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। 

ম্যাচে শ্রীকান্ত জায়গায় জায়গায় নিজের দক্ষতার পরিচয় দেন বটে, তবে গোটা বছরই তাঁকে ধারাবাহিকতার অভাব ভুগিয়েছে। এই ম্যাচেও সেই ধারাবাহিকতার অভাবই শ্রীকান্তের পরাজয়ের প্রধান কারণ হয়ে উঠল। এই নিয়ে তৃতীয়বার জাপানের এই শাটলারের বিরুদ্ধে পরাজিত হলেন শ্রীকান্ত। 

আরও পড়ুন: মরসুমের প্রথম ম্যাচে মাঠে নামছে কেকেআর, প্রতিপক্ষ পঞ্জাব কিংস, কোথায়, কখন দেখবেন ম্যাচ?