Shahbaz Ahmed Quit Engineering, Received Ultimatum From His Dad To Pursue Cricketing Career


কলকাতা: ভারতের মতো ক্রিকেটপাগল দেশের ছোটবেলায় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেনি, এমন ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল। তবে স্বপ্ন দেখে এক জিনিস এবং তা সার্থক করার জন্য নিজের সর্বস্বটা উজাড় করে দেওয়া আরেক বিষয়। শাহবাজ আমেদও (Shahbaz Ahmed) স্বপ্ন দেখতেন ক্রিকেটার হওয়ার। কিন্তু বেশিরভাগ ব্যক্তি যেখানে পিছিয়ে আসেন, সেখানে নিজের দক্ষতার প্রতি আস্থা এবং সাহসিকতায় ভর করেই শাহবাজ কিন্তু নিজের স্বপ্নপূরণে সফল হয়েছেন। স্বপ্নপূরণের লক্ষ্যে অটল শাহবাজ বাবার বকুনিও থামাতে পারেনি। 

২৪৭তম ক্রিকেটার হিসাবে গত বছরই শাহবাজ আমেদ ভারতীয় জাতীয় ওয়ান ডে দলের হয়ে নিজের অভিষেক ঘটান। ঘরোয়া ক্রিকেটে বাংলা দলের অবিচ্ছেদ্য অঙ্গ তিনি, আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলেরও নিয়মিত সদস্য এই তারকা অলরাউন্ডার। তবে আজ খ্যাতির অভাব না হলেও, এক সময় শাহবাজ স্বপ্নপূরণের লক্ষ্য ছাড়তে হয়েছিল বাড়ি, মাঝপথেই থামাতে হয়েছিল ইঞ্জিনিয়ারিং পড়াও। তবে সেইসব প্রতিকূলতাকে জয় করেই শাহবাজ ক্রিকেটীয় জগতে আজ নিজের এক ভিন্ন পরিচয় গড়ে তুলতে সক্ষম হয়েছেন।

আরও পড়ুন: দাদা ঈশান অনুপ্রেরণা, এবার দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আইপিএল মাতাতে ারবেন অভিষেক?