হাওড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে ফের কর্তব্য স্মরণ করালেন রাজ্যপাল

হাওড়া হিংসা পরবর্তী উত্তেজনা প্রশমণে পুলিশকে আরও একবার নিজের কর্তব্য মনে করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবিবার এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পুলিশকে ‘নির্ভয়ে, নিরপেক্ষ তদন্ত’ করার পরামর্শ দেন তিনি। হাওড়া হিংসায় উদ্বেগ প্রকাশ করেই আগেই বিবৃতি জারি করা হয়েছিল রাজভবনের তরফে। সঙ্গে পরিস্থিতির ওপর নজরদারিতে বিশেষ দল গঠন করেছেন রাজ্যপাল।

এদিন রাজ্যপাল বলেন, ‘পুলিশকে নির্ভয়ে নিরপেক্ষভাবে কর্তব্য পালন করতে হবে। বস্তুনিষ্ঠভাবে, দায়বদ্ধ হয়ে কাজ করতে হবে তাদের। দ্রুত পদক্ষেপ করতে হবে পুলিশকে। যেভাবেই হোক মানুষের আস্থা অর্জন করতে হবে তাদের। কোনও ভাবেই এর ব্যতিক্রম করা যাবে না।’

হাওড়া হিংসা নিয়ে এর আগেও পুলিশকে পরামর্শ দিয়েছিলেন রাজ্যপাল। বলেছিলেন, ‘পুলিশকে লক্ষ্য স্থির রেখে কড়া ও স্বচ্ছ পদক্ষেপ করতে হবে। অশান্তির পিছনে যাদের মদত রয়েছে তাদের ভয় পেলে চলবে না’। এমনকী দোষী পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

হাওড়া হিংসা নিয়ে বিশেষ সেল গঠন করেছে রাজভবন। ২৪ ঘণ্টা পরিস্থিতির ওপর নজরদারি চালাচ্ছে সেই দলের সদস্যরা। এই সেল নিয়ে রাজ্যপাল বলেন, ‘আমরা পরিস্থিতি যাতে দ্রুত নিয়ন্ত্রণে আসে সেজন্য এলাকার ওপর নজর রাখছি। রাজ্য সরকারের সঙ্গেও যোগাযোগ রাখছেন রাজভবনের আধিকারিকরা। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাই আমাদের লক্ষ্য।’