Indore Temple: মর্মান্তিক দুর্ঘটনার পর ইন্দোরের মন্দিরের অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু, এল বুলডোজার

রামনবমীর দিন মধ্যপ্রদেশের বেলেশ্বর ঝুলেলাল মন্দিরে এক ভয়ানক দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। সেখানে মন্দিরের একাংশ ধসে গিয়ে সেই অংশ ভিতরে ঢুকে যায়। তার জেরে ৩৬ জনের প্রাণ চলে যায়। উল্লেখ্য, এই ঘটনা ঘিরে ক্রমাগত ইন্দোরে বেড়েছে ক্ষোভ। এরপর ইন্দোরের ওই মন্দিরে যেখানে অবৈধ নির্মাণ রয়েছে, সেখানের অংশটি ভেঙে ফেলা হয়।

উল্লেখ্য, রামনবমীর দিন মন্দিরের ভিতর পুজো ও হোম চলাকালীন এই বীভৎস দুর্ঘটনাটি ঘটে যায়। এরপর সোমবারই বুলডোজার এনে ওই অবৈধ অংশ ভেঙে ফেলা হয়। জানা গিয়েছে, ইন্দোরের প্যাটেলনগরের এই মন্দিরে মেঝে ভেঙে যায় হোম হওয়ার সময়। ওই সময় মন্দিরের ভিতর প্রবল জনতার ভিড় দেখা যায়। আর তার জেরেই এই ঘটনা ঘটে। বলা হচ্ছে, লোকজনের সংখ্যা বেশি থাকার ফলে , চাপের জেরে ওই দুর্ঘটনা ঘটে গিয়েছে।

( মেয়েরা নিজের বাবার বাড়ি ছাড়তে পারেন, পুরুষ ছাড়লেই বউ খারাপ! টুইট-খোঁচায় ঝড়)

( এই যাঃ! রান্নায় হলুদ বেশি পড়ে গিয়েছে? কড়াইতে শুধু এইটি দিলেই হবে মুশকিল আসান)

উল্লেখ্য, গত ৩০ মার্চ বেলা ১১ টা নাগাদ বেলেশ্বর ঝুলেলাল মহাদেব মন্দিরে রামনবমীর সময়কালে আয়োজিত হয়েছিল পুজো। সেই পুজো চলাকালীন এই বিপত্তি ঘটে যায়। কুণ্ডের ওপর যে ছাদে ভক্তরা বসেছিলেন, সেই ছাদ আচমকা ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ। ২৪ ঘণ্টা ধরে সেখানে চলে উদ্ধার কাজ। মোট ৩৬ জনের মৃত্যুর খবর আসে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup