IPL 2023: KKR’s Shakib Al Hasan Pulls Out Due To International Commitments Know Details


কলকাতা : আইপিএলের প্রথম ম্যাচে তাঁকে পায়নি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এবারে গোটা মরসুমের জন্যই কি শাকিব আল হাসানকে পাচ্ছে না কেকেআর ? তীব্র জল্পনা তেমনই। বাংলাদেশের অলরাউন্ডারকে যদি না পাওয়া যায় পুরো মরসুম, তাহলে তা যে কেকেআরের কাছে বড় ধাক্কা, তা বলাই যায়। সূত্রের খবর, শাকিব-আল-হাসান (Shakib Al Hasan) কেকেআর কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, গোটা আইপিএলেই হয়তো খেলার মতো জায়গায় তিনি নেই। কেকেআর যেন বিকল্প কোনও ক্রিকেটারের খোঁজ করে নেয় সেই ব্যাপারেও নাকি ইঙ্গিত কেকেআর  (KKR) টিম ম্যানেজমেন্টকে দিয়েছেন শাকিব। নাইট কর্তৃপক্ষের তরফে এখনও অবশ্য সরকারিভাবে কোনও তথ্যই জানানো হয়নি। 

বাংলাদেশ ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট সিরিজে খেলছিলেন শাকিব আল হাসান, লিটন দাসরা (Liton Das)। এবার ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। যেখানেও খেলতে চলেছে বাংলাদেশের অন্যতম ভরসাযোগ্য অলরাউন্ডার। তার জেরেই কেকেআরের হয়ে আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচে শাকিবকে পাওয়া যাবে না ধরেই এগোচ্ছিল কেকেআর টিম ম্যানেজমেন্ট। এরপর শোনা যায়, আয়ারল্যান্ড সিরিজের পর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ। যেখানেও জাতীয় দলের হয়েই খেলার সম্ভাবনা উজ্জ্বল শাকিবের। সূত্রের খবর, যে তথ্য পাওয়ার পরই বাংলাদেশের তারকা অলরাউন্ডারের সঙ্গে যোগাযোগ করে কেকেআর টিম ম্যানেজমেন্ট। যেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়, তিনি কি আদৌ আইপিএলে খেলতে পারবেন ? জানা যাচ্ছে, যে আলোচনায় নেতিবাচক উত্তরই দিয়েছেন শাকিব। জাতীয় দলের হয়ে খেলা ও পারিবারিক কিছু কাজের পর শাকিব দিন কুড়ির বেশি আইপিএলে খেলার সুযোগ পাবেন না বলেই জানিয়ে দেন, বলেই জানা যাচ্ছে। নিজের সময় বের করতে না পারার তথ্য জানিয়ে বিকল্প বেছে নেওয়ার বার্তাও কেকেআর টিম ম্যানেজমেন্টকে তিনি দিয়েছেন, বলেই খবর। 

ষোড়শ আইপিএলের নিলামে শাকিব আল হাসান ও লিটন দাসকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। দেড় কোটি টাকায় তাঁকে নিলামে দলে নেয় কেকেআর। এর আগে চারটে মরসুম আইপিএলে কেকেআরের হয়ে খেলেছেন শাকিব। মোট ৫১ ম্যাচে নাইটদের জার্সি চাপিয়ে আইপিএলের মঞ্চে নেমেছেন বাংলাদেশের তারকা অল রাউন্ড

ার।               

আরও পড়ুন- একটা ভাল আইপিএল ধবনের সামনে বিশ্বকাপের দরজা খুলে দিতে পারে, বলছেন জাফর