Kerala train fire: সহযাত্রীর গায়ে আগুন ধরিয়ে কেরলের ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় জঙ্গি যোগ? এগোচ্ছে তদন্ত

কেরলের কোঝিকোডে ট্রেনে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। সদ্য এনআইএর একটি দল ব্যাপক খোঁজ খবর করেছে। যদিও এনআইএ এই ঘটনার তদন্তভার নেয়নি আনুষ্ঠানিকভাবে এখনও। এই গোটা ঘটনায় কোনও সন্ত্রাসমূলক দিক রয়েছে কিনা তা নিয়েও এগোচ্ছে তদন্ত। তবে এই ঘটনায় সদ্য অভিযুক্তের মুখের স্কেচ উঠে এসেছে। সেই স্কেচ দেখে ব্যক্তিকে শণাক্তও করা হয়েছে। জানা গিয়েছে, যে ব্যক্তি এই ঘটনায় অভিযুক্ত তিনি নয়ডার নিবাসী বলে সূত্রের দাবি। ইতিমধ্যেই অভিযুক্তের স্কেচ প্রকাশ্যে আসার পরই এমন তথ্য উঠে আসছে। 

কোঝিকোডে ওই অভিশপ্ত ট্রেনের ডি ওয়ান কম্পার্টমেন্টে আগুন লাগার ঘটনা ঘটে যায়। আর সেই স্টেশন ও ট্রেনলাইনের আশপাশের এলাকা এদিন পরিদর্শন করে এনআইএ। মনে করা হচ্ছে, এই ট্রেনে আগুন লাগার ঘটনায় জড়িত থাকতে পারে কোনও সন্ত্রাসবাদী যোগ। সেই সন্দেহ থেকে এনআইএর দল এলাকা পরিদর্শন করে। উল্লেখ্য, আলাপুঝা-কন্নুর এক্সিকিউটিভ এক্সপ্রেসে রবিবার সকালে ৯.৪৫ মিনিটে জ্বালানি ছড়িয়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। ঘটনার জেরে নাম উঠে আসে শাহরুখ সাইফির। এদিকে, এই ঘটনার পর এক শিশু সমেত ৩ জনকে এলাথুরু রেলস্টেশনের কাছে রেল ট্র্যাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওই স্টেশনটি কেরলের কোঝিকোডে। এদিকে, ট্রেনে আগুন লাগার ঘটনায় ৮ জন আহত হয়েছেন। জানা গিয়েছে,  এই আগুন লাগার ঘটনা কোঝিকোড শহর থেকে বেরিয়ে কোরাপুঝা রেল ব্রিজ পার হতেই ঘটে। ঘড়ির কাঁটায় তখন সময় সকাল ৯.৪৫ মিনিট। জানা যায়, ট্রেনের ভিতর পাশে বসা এক ব্য়ক্তির গায়ে ওই জ্বালানি তরল ঢেলে তাঁর গায়ে আগুন লাগিয়ে দেন ওই অভিযুক্ত। আপাতত এই ঘটনায় কেরল প্রশাসনের তরফে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম তদন্ত করবে। একথা সদ্য জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। 

তবে পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে আপাতত মনে করা হচ্ছে, এটি কোনও সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত ঘটনা নয়। কেরলের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এই গোটা ঘটনার সম্পূর্ণ তদন্তের কড়া নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, আগুন লাগার ঘটনায় ৮ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup