British tourist died: হিমাচলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ব্রিটিশ পর্যটকের, শোকের ছায়া পরিবারে

ভারতে ভ্রমণে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্রিটিশ পর্যটকের। মৃতের নাম ইভান ব্রাউন (৭১)। ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের চাম্বা জেলার ডালহৌসি শহরে। একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ের ছাদে তিনি ছবি তুলছিলেন। সেই সময় বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসেন তিনি। এর ফলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

হিমাচল প্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি ব্রিটেনের নরউইচের বাসিন্দা। তিনি শহরে বেশ কয়েকটি পাব চালাতেন। একজন বন্ধুর সঙ্গে তিনি ৮ সপ্তাহের জন্য ভারত ভ্রমণে এসেছিলেন। তাঁর মেয়ে নাটালি ব্রাউন জানান, ঘটনার সময় তাঁর বাবা ছবি তুলছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ার সময় তিনি একটি তার ধরেন। ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই পর্যটকের তিন সন্তান রয়েছে। ইভান ব্রাউনের সঙ্গে ভারতে এসেছিলেন তাঁর বন্ধু ডেভিড লিন্ডার। মৃতের স্ত্রী জানিয়েছেন, ভারত ভ্রমণে যাওয়ার পরেই তিনি এখানে ভালো সময় কাটাচ্ছেন বলে জানিয়েছিলেন।

ব্রাউন এলাকায় খুবই জনপ্রিয় ছিলেন। তাঁর মৃত্যুর খবর শুনে অনেকেই পরিবারের লোকেদের শোকবার্তা পাঠিয়েছেন। জানা গিয়েছে, তিনি বহু মানুষকে সাহায্য করেছিলেন। তাঁর মৃত্যুর ঘটনায় সোশ্যাল মিডিয়ায় অনেকেই শোক জ্ঞাপন করেন। মূলত কস্টেসিতে জন্মগ্রহণ করেন ইভান। তিনি রিফাম সেকেন্ডারি মডার্ন স্কুলে পড়াশোনা করেন। স্কুল ছাড়ার পর তিনি বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। ডালহৌসি পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট হেমন্ত ঠাকুর দাবি, ওই ব্যক্তি ছবি তোলার জন্য একটি নির্মীয়মাণ ভবনের ছাদে উঠেছিলেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

অন্য একটি দুর্ঘটনায়, চাম্বার সালুনি মহকুমায় ভূমিধসের মাটির নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম দেবী প্রসাদ। তিনি জাখরাল গ্রামের বাসিন্দা। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) পরিচালক সুদেশ কুমার মোক্তা বলেন, ভূমিধসের পর স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে এবং আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup