Mamata to Govt Employees amid DA Protest: এবার ‘চোর-ডাকাত’ নয়, DA আন্দোলনের মধ্যে সরকারি কর্মীদের ‘প্লিজ’ বললেন মমতা!

এতদিন সংঘাতের সুর শোনা যাচ্ছিল। এবার রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের ‘প্লিজ’ বললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মহার্ঘ ভাতা (ডিএ বা ডিয়ারনেস অ্যালোওয়েন্স) নিয়ে আন্দোলনের মধ্যেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের কাছে তিনি আর্জি জানালেন, বিজেপি এবং সিপিআইএমের কাছে যেন তাঁরা মাথানত না করেন। তারপর প্রশ্ন উঠছে, তাহলে ডিএ নিয়ে কি সুর নরম করলেন মমতা?

মঙ্গলবার দিঘায় বুথভিত্তিক কর্মী সম্মেলনে মমতা বলেন, ‘একটা সময় ছিল, যখন এক তারিখে সরকারি কর্মচারীরা মাইনে পেতেন না। মায়েরা-বোনেরা পেনশন পেতেন না। মাসের পর মাস, বছরের পর বছর চলে গিয়েছে। সব জায়গায় পেনশন উঠে গিয়েছে। একমাত্র বাংলায় আছে। আজ আমি আপনাদের বলব, বিজেপি ও সিপিআইএমের কথায় প্লিজ (মাথানত করবেন না)। সরকারি কর্মচারী, বা আমাদের যে শিক্ষকরা আছেন, তাঁরা মাথানত করবেন না।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)