Man asks for Free Alcohol:প্রধানমন্ত্রীর উপদেষ্টার নাতি, এমন ভুয়ো পরিচয় দিয়ে পুলিশের কাছে ফ্রি মদ চাইলেন ব্যক্তি, এরপর?

পুলিশ স্টেশনের এসএইচওকে সোজা ফোন। ফোন করে দাবি, বিনামূল্যে মদের দোকান থেকে দিতে হবে মদ। পুলিশকে ততক্ষণে ব্যক্তি নিজের পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টার নাতি হিসাবে। ঘটনা গুরুগ্রামের সেক্টর ৫৮ এর। সেখানে আইরিও গ্র্যান্ড কন্ডোমিনিয়াম বাসিন্দা এমন কাণ্ড ঘটানোয় তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

গুরুগ্রামের সেক্টর ৬৫ এর পুলিশ স্টেশনের এসএইচওকে ফোন করে বিনামূল্যে মদ পাইয়ে দেওয়ার জন্য ওই অভিযুক্ত অনুরোধ করেন বলে জানা যায়। ফোন গিয়েছিল রাত ২ টোর সময়। ফোনের অন্য প্রান্ত থেকে দাবি করা হয়, গল্ফ কোর্স এক্সটেনশন রোডের মদের দোকানটিতে তাঁকে ঢুকতে দেওয়া হোক। আর সেখান থেকে বিনামূল্যের মদ যেন ব্যক্তিকে দেওয়া হয়। উল্লেখ্য, যে দোকানটিতে প্রবেশের অনুমতির জন্য পুলিশের কাছে ফোন যায়, সেই দোকানটিতে নৈশভোজ করানোর মতোও বিভিন্ন ব্যবস্থা রয়েছে। উল্লেখ্য, ওই দোকানে প্রবেশের এন্ট্রি ফি দিলে, তবেই সেখানে রাতের আহার করার বন্দোবস্ত করা হয়। সেই দোকানে প্রবেশের জন্য এমন আবদার ভুয়ো পরিচয় দিয়ে শুরু করে দেন ব্যক্তি।  এদিকে, ট্রু কলার-এ দেখা যায়, ব্যক্তি নিজের ছবিতে নরেন্দ্র মোদীর ছবি রেখেছেন। আর সেই ছবিতে দেখা যাচ্ছে, মোদী নিজের অফিসে বসে কাজ করছেন। পরে পুলিশ তদন্তে জানতে পারে ওই মিথ্যাচার করা ব্যক্তির নাম সত্যপ্রকাশ।

( বাংলো ছাড়ার নোটিসের পর অযোধ্যায় মন্দিরে থাকার জন্য রাহুলকে আমন্ত্রণ মহান্তের)

এদিকে, পুলিশের এসএইচও সেই ঘটনায় ওই ব্যক্তির অনুরোধ বাতিল করে দেন। এরপর ওই পুলিশের এসএইচওকে তুমুল হুমকি দিতে শুরু করেন ওই ব্যক্তি। বলা হয়, ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তখনই পুলিশ কর্মীর মনে হয়, এই ঘটনায় কোনও ষড়যন্ত্রের রেশ রয়েছে। এফআইআর রেজিস্টার হয়েছে সংবিধানের ৪১৯ ধারা, ৫০৬ ধারা, ৫০৭ ধারায়। সেক্টর ৬৫ পুলিশ স্টেশনে এই ধারাগুলিতে লাগু হয় মামলা। এরপর পুলিশি তৎপরতায় গ্রেফতার হন সত্যপ্রকাশ। জেরায় সত্যপ্রকাশ জানান, তাঁর এক বন্ধুর দাদু বহু বছর আগে পিএমওতে কর্মরত ছিলেন। সেই সূত্র ধরে ভুয়ো পরিচয় দিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন সত্যপ্রকাশ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup