Murder in North 24 Pargana: কর্মহীন হয়ে পড়ায় ঘর ছাড়লেন স্ত্রী, বচসার জেরে মাকে খুন করল যুবক

কর্মহীন হয়ে পড়েছিলেন যুবক। কাজ না থাকায় তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিলেন বাপের বাড়ি। এই নিয়ে বিবাদের জেরে মাকে খুন করল যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নারায়নপুর থানা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মাকে খুন করার পর আত্মসমর্পণ করে ওই যুবক। এরপরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতার নাম লক্ষ্মী সাঁতরা (৪৯)। ঘটনায় পুলিশ তার ছেলে সোমনাথ সাঁতরাকে গ্রেফতার করেছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমনাথ নারায়ণপুরের পূর্বাচল এলাকার ২১ নম্বর লেনের বাসিন্দা। স্ত্রী এবং মায়ের সঙ্গে সেখানে থাকে। সোমনাথ একটি বেসরকারি সংস্থায় কাজ করতো। তবে মাসখানেক আগে সোমনাথ কর্মহীন হয়ে পড়ে। এরপরে পরিবারে আর্থিক অনটন দেখা দেয়। রোজগার না থাকায় স্ত্রীর সঙ্গে প্রতিদিন ঝগড়া লেগেই থাকতো সোমনাথের। এরপরেই স্ত্রী স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি চলে যান। এদিকে, স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ায় সোমনাথ মানসিক অবসাদে ভুগতে শুরু করে। সোমবার রাতে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে মায়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে সোমনাথ। তখনই ঘটে বিপত্তি। এরপরে রাগের বসে সোমনাথ তার মাকে করে খুন করে বলে অভিযোগ। ঘটনার পরে থানায় গিয়ে মাকে খুন করার কথা জানায় সোমনাথ।

এদিকে, যুবকের মুখে খুনের কথা শুনে ওই বাড়িতে যায় পুলিশ। সেখানে লক্ষ্মীর মৃতদেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। এই খুনের ঘটনা পিছনে আর্থিক অনটন দায়ী নাকি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, এই ঘটনা জানার পরে হতবাক স্থানীয়রা। তাদের বক্তব্য, খুন করার পরে ওই যুবক নিজে আত্মহত্যার চেষ্টা করেছিল। কিন্তু পারিনি। ছেলে ছাড়াও ওই বাড়িতে অন্যান্য আত্মীয়রা ছিলেন। এলাকায় সুমন নামে পরিচিত ওই যুবক। এলাকায় ভালো ছেলে হিসেবেই পরিচিত সোমনাথ। কিন্তু সেই যুবক এর হাতে যে এই ধরনের অপরাধ হতে পারে তা বিশ্বাসই করতে পারছেন না এলাকাবাসীদের অনেকেই। স্থানীয় এক বাসিন্দা জানান, ‘ওই যুবককে আমি চিনি। তবে ও যে এরকম কাজ করতে পারে তা বিশ্বাস হচ্ছে না। শুনেছি সে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup