Woman in Bra in Metro: শুধু ব্রা আর মাইক্রো মিনি স্কার্টে শরীর ঢেকে ভিড় মেট্রোতে মহিলা! কর্তৃপক্ষ জারি করল গাইডলাইন

ভিড় মেট্রোতে এক মহিলাকে দেখা গিয়েছে স্রেফ ব্রা ও মাইক্রো মিনি স্কার্টে। আর সেই দৃশ্যের ছবি ভাইরাল হতে শুরু করেছে ইন্টারনেটে। গোটা নেটপাড়া জুড়ে আপাতত চর্চায় ওই মহিলার ছবি ও ভিডিয়ো। অনেকেই মশকরার ছলে কটাক্ষের সুরে ওই মহিলার পোশাক ঘিরে মন্তব্যে বলছেন, তিনি ‘উরফি জাভেদ লাইট’।

শরীরে পোশাক বলতে, উর্ধাঙ্গে শুধুই একটি মাইক্রো ব্রা, আর নিম্নাঙ্গে মাইক্রো মিনির চেয়েও ছোট কাপড়। এমন পোশাকেই আলোচিত ওই মহিলা উঠেছিলেন মেট্রোতে। যাঁর সঙ্গে বলিউড সেলেব উরফি জাভেদের তুলনা তুঙ্গে।

উল্লেখ্য, উরফি জাভেদ বলিউডের এমনই এক সেলেব, যাঁর পোশাক বহু সময় ধরে আলোচনার কেন্দ্রে এসেছে। তাঁর খোলামেলা পোশাকের জেরে বহু বিতর্কও নানান সময় শিরোনাম কেড়েছে। সেই উরফি জাভেদের ‘লাইট’ ভার্সান বলে এই মহিলাকে আখ্যা দিচ্ছে ইন্টারনেট। মহিলার পোশাক সঠিক না বেঠিক, তার উত্তর তোলা রয়েছে তর্ক বিতর্কের মধ্যেই। তবে আপাতত এই ভাইরাল ভিডিয়ো নিয়ে নানান প্রশ্ন উঠছে। এদিকে, এই পোশাক ঘিরে বিতর্কের পর সদ্য দিল্লি মেট্রো কর্তৃপক্ষ একটি গাইডলাইন জারি করেছে। সেখানে বলা রয়েছে কোন পোশাক পরা যেতে পারে, কোনটি নয়। কী পোশাক পরে দিল্লি মেট্রোতে উঠতে হবে, তার নির্দেশিকা রয়েছে এই গাইডলাইনে। দিল্লি মেট্রোর তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, কর্তৃপক্ষ আশা করছে সমস্ত রকমের সামাজিক শিষ্টাচার ও বিধি মেনে পোশাক পরতে হবে। যে পোশাক সামাজিকভাবে গৃহিত, সেই পোশাক পরে মেট্রো সফরের গাইডলাইন জারি করেছে দিল্লি মেট্রো।

(নববর্ষের আগেই তুমুল অর্থবর্ষণ ভাগ্যে! বিশেষ রাজযোগে সৌভাগ্যের দরজা খুলছে ৩ রাশির )

( বাংলো ছাড়ার নোটিসের পর অযোধ্যায় মন্দিরে থাকার জন্য রাহুলকে আমন্ত্রণ মহান্তের)

দিল্লি মেট্রোর তরফে জারি করা গাইডলাইনে বলা হচ্ছে, ‘যাত্রীদের এমন কোনও কার্যকলাপে লিপ্ত হওয়া বা এমন কোনও পোশাক পরা উচিত নয় যা অন্য সহযাত্রীদের সংবেদনশীলতাকে আঘাত করতে পারে’। সেই গাইডলাইনে এও মনে করিয়ে দেওয়া হয়েছে যে, ‘অশালীনতা’ একটি শাস্তিযোগ্য অপরাধ সংবিধানের সেকশন ৫৯ এর আওতায়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup