কেস ডায়েরিতে ২৫ জন প্রভাবশালীর নাম, তদন্ত ঘুরে যেতে পারে, আদালতে জানাল ED

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার বহিষ্কৃত যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জামিনের আবেদনের বিরোধিতা করে আদালতে বিস্ফোরক দাবি করল ইডি। বিচারককে কেস ডায়েরি দেখিয়ে ইডির আইনজীবী বলেন, এসব নাম খোলা আদালতে বলা যাবে না। কেস ডায়েরি দেখে বুঝে নিন তদন্তের গতি কোন দিতে এগোতে পারে।

জেল হেফাজতের মেয়াদ শেষে বুধবার শান্তনুকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। আদালতে শান্তনুর জামিনের আবেদন করেন আইনজীবীরা। জামিনের বিরোধিতা করে ইডির আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, অভিযুক্তকে জেরা করে একাধিক প্রভাবশালীর নাম পাওয়া গিয়েছে। তাদের নাম খোলা আদালতে বলা যাবে না। আমি আপনাকে কেস ডায়েরি দেখে নিন। তাহলেই বুঝতে পারবেন আগামীতে তদন্তের গতিপথ কোন দিকে এগোতে পারে। এর পর বিচারকের সঙ্গে ইডির আইনজীবীর দীর্ঘক্ষণ কথা হয়। ১০ মিনিট ধরে কেস ডায়েরি দেখেন বিচারক।

ইডি সূত্রে খবর, কেস ডায়েরিতে অন্তত ২৫ জন প্রভাবশালীর নাম রয়েছে। তার মধ্যে ৭ – ৮ জন অত্যন্ত প্রভাবশালী। আগামীতে এদের ডেকে জেরা করার পরিকল্পনা করছে ইডি। তখন শান্তনুর মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে এদের। তাই শান্তনুর জামিনের আবেদন খারিজের দাবি করেন ইডির আইনজীবী।