IPL 2023: PBKS Captain Shikhar Dhawan Completed 50 Fifty Plus Score In IPL History


গুয়াহাটি: আইপিএলে (IPL) যেন নিজেকে নতুন করে প্রমাণ করতে মরিয়া শিখর ধবন (Shikhar Dhawan)। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে অল্পের জন্য হাফসেঞ্চুরির সুযোগ হারিয়েছিলেন। বুধবার রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠলেন। ৫৬ বলে ৮৬ রানের বিধ্বংসী ইনিংস খেললেন। সেই সঙ্গে বিরল এক তালিকায় নিজের নাম যোগ করলেন ধবন।

এদিনেরটা হাফসেঞ্চুরি আইপিএলে ধবনের পঞ্চাশতম অর্ধশতরান। আইপিএলে পঞ্চাশটি হাফসেঞ্চুরি এর আগে করেছেন বিরাট কোহলি ও ডেভিড ওয়ার্নার। সেই তালিকায় নবতম সংযোজন ধবন।

পাঞ্জাব কিংসের ব্যাটিং কোচ ওয়াসিম জাফর এবিপি লাইভকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেছিলেন, ওয়ান ডে বিশ্বকাপে হিসাবের বাইরে রাখা উচিত নয় তাঁকে। আইসিসি টুর্নামেন্টে ঈর্ষণীয় রেকর্ড। একটা ভাল আইপিএল তাঁর সামনে ফের জাতীয় দলের দরজা হাট করে খুলে দিতে পারে বলে আশা প্রকাশ করেছিলেন জাফর।

শিখর ধবন যেন ব্যাটিং গুরুর কথা অক্ষরে অক্ষরে পালন করার ব্রত নিয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঝোড়ো ৪০ রান করেছিলেন। বুধবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে হাফসেঞ্চুরি করলেন। শেষ পর্যন্ত ৫৬ বলে ৮৬ রানে অপরাজিত রইলেন ধবন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস তুলল ১৯৭/৪।  টসে হেরেও রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে ১৯৭/৪ রানের বিরাট টার্গেট খাড়া করল পাঞ্জাব কিংস। সৌজন্য প্রথম উইকেটে প্রভসিমরন সিং ও অধিনায়ক শিখর ধাওয়ানের অনবদ্য পার্টনারশিপ। এদিন ওপেন করতে নেমে দুজনে মাত্র ৯.৪ ওভারে ৯০ রানের পার্টনারশিপ গড়েন।  রাজস্থান অধিনায়ক সঞ্জু স্য়ামসন টসে জিতে পাঞ্জাব কিংসকে ব্যাট করতে পাঠান। প্রথম থেকেই চালিয়ে খেলতে থাকেন প্রভসিমরন ও ধবন। প্রভসিমরন মাত্র ৩৪ বলে ৬০ রান করে ফিরলেও অভিজ্ঞ ধাওয়

ান ইনিংস এগিয়ে নিয়ে যান।

 


শেষ অবধি শিখর ধবন ৫৬ বলে ৮৬ রান করে অপরাজিত থাকেন। মিডল অর্ডারে জিতেশ শর্মা ১৬ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলে ফেরেন। ধবন আইপিএলে আর এক কীর্তি তৈরি করলেন। ডেভিড ওয়ার্নার ও বিরাট কোহলির পরে তৃতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে ৫০টি অর্ধশতরানের ইনিংস খেললেন তিনি।

আরও পড়ুন: রাসেল-ঝড় থামাতে বিশেষ পরিকল্পনা? বোলিং কোচের নির্দেশের অপেক্ষায় আকাশ