Kunal Ghosh: শতরূপ-সেলিম-বিমানের বিরুদ্ধে কুণালের মানহানির মামলা গ্রহণ করল আদালত

কুণাল ঘোষের করা মানহানির মামলা গ্রহণ করল আদালত। সিপিএমের শতরূপ ঘোষ, দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বিরুদ্ধে মানহানির মামলা করার আবেদন করেছিলেন ব্যাঙ্কশাল কোর্টে। কলকাতার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাঁর মামলা গ্রহণ করেছেন। কুণালের হয়ে সওয়াল করেন তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তী।

শতরূপকে গাড়ি কেনা নিয়ে টুইটে আক্রমণ করেছিলেন কুণাল ঘোষ। অভিযোগ, তার পাল্টা কুণালকে ‘টেস্ট টিউব বেবি’ বলে অপমান করেন শতরূপ। আদালতে কুণালের আইনজীবী জানিয়েছেন, শুধু তাঁকে নয়, তাঁর পরিবারকেও অপমান করা হয়েছে। আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য সদর দফতরে বসে তৃণমূলের রাজ্য সম্পাদককে এই আক্রমণ করেছেন শতরূপ। তাই এর দায় বিমান বসু ও মহম্মদ সেলিমের উপর বর্তায়। তাই তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন তৃণমূল নেতা।

কেন এই মামলা নেওয়া হবে তার যুক্তি হিসাবে কুণালের আইনজীবী বিচারকের সামনে বলেন, ‘পার্টি অফিসে বসেই কুৎসা করা হয়েছে। বিমান বসু বা মহম্মদ সেলিম এর কোনও নিন্দা করেননি, উল্টে শতরূপের মন্তব্যকে সেলিম সমর্থনও করেছেন।

কুণালের আইনজীবীর বক্তব্য শোনার পর বিচারক মামলাটি বিচারযোগ্য বলে রায় দেন। ১৯ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ঘরে এই মামলার শুনানি চলবে।

ব্যাঙ্কশাল কোর্টে বুধবার হুইল চেয়ারে বসেই হাজির ছিলেন কুণাল। তিনি বলেন, ‘আমার প্রশ্ন বিমানদা, সেলিমদা, বিকাশ ভট্টাচার্যদের কাছে, রাজনীতির তর্কে কারও বাবা তুলে আক্রমণ, টেস্ট টিউব বেবির মতো বিজ্ঞানের অগ্রগতিকে অপমান, তাঁরা সমর্থন করলেন কেন? অনিল বিশ্বাস বেঁচে থাকলে এই ধরনের ঔদ্ধত্য এবং কুৎসিত কথাবার্তা মেনে নিতেন না।’